DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

অবশেষে কোলকাতায় নূর হোসেন গ্রেপ্তার

image_95957_0কোলকাতার দমদম  বিমানবন্দর এলাকা থেকে নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টারে এখনো কোনো তথ্য আসেনি বলে জানান পুলিশের এআইজিপি জালাল উদ্দিন আহমেদ চৌধুরী।



শনিবার রাত ১টার দিকে তিনি  দৈনিক প্রথম বাংলাদেশকে বলেন, ‘আমিও এক সূত্র থেকে শুনেছি কোলকাতার দমদম এলাকা থেকে নূর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ হেডকোয়ার্টারে এখনো এ বিষয়ে কোনো ম্যাসেজ আসেনি।’



আমাদের কোলকাতা প্রতিনিধি জানান, দমদমের কৈখালী এলাকা থেকে নূর হোসেনসহ আরো দুই সহযোগিকে কোলকাতা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। অন্য দুইজনের নাম জানা যায়নি। স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশ।

Share this post

scroll to top
error: Content is protected !!