DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

জটিল হয়ে উঠছে ইরাক পরিস্থিতিঃ বাগদাদ দখলের ঘোষণা দিয়েছে আইএসআইএল

image_95641_0ইরাকের রাজধানী বাগদাদ দখলের ঘোষণা দিয়েছে আল-কায়েদা সমর্থিত জঙ্গি গোষ্ঠী স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লিভ্যান্ট বা আইএসআইএল। এক অডিওবার্তায় তারা এ ঘোষণা দেয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন। বৃহস্পতিবার ভোরে আইএসআইএলের ওয়েবসাইটে এই অডিওবার্তটি প্রকাশিত হয়।
 
এদিকে ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রতি যে অনুরোধ জনিয়েছিলেন তা প্রত্যাখ্যান করা হয়েছে। বৃহস্পতিবার দ্য নিউইয়র্ক টাইমস পত্রিকার বরাত দিয়ে আল জাজিরা জানায়, আইসআইএলের ক্রমবর্ধমান আগ্রাসন মোকাবেলায় গত মাসে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি ড্রোন ও বিমান হামলার অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী মালিকি। কিন্তু যুক্তরাষ্ট্র তার এ অনুরোধ প্রত্যাখ্যান করে জানিয়েছে, তারা ইরাকের আভ্যন্তরীণ জটিলতায় নিজেদের যুক্ত করবে না।
 
এদিকে আইএসআইএলের মুখপাত্র আবু মুহাম্মাদ আল-আদনানি এক ভিডিওবার্তায় তার যোদ্ধাদের বাগদাদের দিকে রওয়ানা দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন,‘ কিছুক্ষণের মধ্যেই বাগদাদ ও কারবালা আমাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। কাজেই তোমরা এজন্য প্রস্তুত হও।’ আদনানি তার গেরিলা গোষ্ঠীকে বলেছেন, ‘শত্রুর প্রতি সদয় হইও না; আসল যুদ্ধ এখনো শুরু হয়নি-মূল যুদ্ধ হবে বাগদাদ ও কারবালায়।’ ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকিরও সমালোচনা করেন আদনানি।
 
ইরাকের মসুল শহরসহ উত্তর ও মধ্য-উত্তরাঞ্চল দখল করার একদিন পর  বাগদাদ দখলের ঘোষণা দিল আইএসআইএল। মসুল শহর দখলের কারণে সেখানকার অন্তত পাঁচ লাখ মানুষ ঘর-বাড়ি ছেড়ে চলে গেছে।
 
এদিকে ইরাকী কুর্দি বাহিনী তেলসমৃদ্ধ কিরকুক শহরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে। কুর্দি মুখপাত্র জব্বার ওয়ার রয়টার্সকে জানান, কিরকুকে এখন কোনো ইরাকি সেনা চোখে পড়ছে না।
 

Share this post

scroll to top
error: Content is protected !!