DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

আধ ঘণ্টার ব্যবধানে দুই জেলায় ৫ খুন

download (15)আধ ঘণ্টার ব্যবধানে দুই জেলায় পাঁচজনকে খুন করা হয়েছে। এর মধ্যে- পাবনা আতাইকুলা থানার পাবনা-ঢাকা মহাসড়কের পুষ্পপাড়ায় তিন আওয়ামী লীগ কর্মীকে এবং মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট মিল্কভিটা এলাকায় স্থানীয় আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল বাসার (৫০) ও এক ভ্যানচালককে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে এবং রাত ৯টার দিকে পৃথক এ ঘটনা ঘটে। এরা হলেন- সদর উপজেলার ধর্মগ্রামের কামাল শিকদারের ছেলে সুলতান হোসেন (৪০), সাদেক প্রামানিকের ছেলে ফজলু (৩৫) ও পীরগাছা গ্রামের আফছারের ছেলে ছালাম মিয়া (৩৮)। স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে সুলতান, ছালাম ও ফজলু তাদের আরো কয়েকজন বন্ধু মিলে দুইটি মোটরসাইকেলযোগে পুষ্পপাড়া বাজারে আসছিল।

এ সময় আগ থেকে ওঁত্ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন, গুরুতর আহত হন আরো দুইজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এ ব্যাপারে পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ অভিযোগ করে বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা রাতের অাঁধারে এ ঘটনাটি ঘটিয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডটি হতে পারে। থানায় মামলার প্রস্তুতি চলছে। এদিকে ঘটনার প্রতিবাদে জেলা শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।

অন্যদিকে রাত ৯টার দিকে মাদারীপুরের টেকেরহাট মিল্কভিটা এলাকায় স্থানীয় আলিয়া মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল বাসার (৫০) ও এক ভ্যানচালককে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিক ভ্যানচালকের পরিচয় জানা যায়নি। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, চাপাতি উদ্ধার করা হয়েছে। 

Share this post

scroll to top
error: Content is protected !!