DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

সিনেমায় আসার আগে ভীষণ মোটা ছিলেন যেসব তারকারা!

downloads222 রূপালি জগতের তারকাদের আমরা আকর্ষণীয় স্লিম রূপেই দেখেই অভ্যস্ত। কিন্তু আপনি কি জানেন? এসব তারকারা বরাবরই এত সুন্দর এবং আকর্ষণীয় ছিলেন না বরং দেখতে ছিলেন একেবারে কুমড়ো পটাশের মতো। কী অবাক হচ্ছেন তো! আর তাই আপনাদের জন্য নিয়ে হাজির হলাম বলিউডের এসময়ের এমন সব জনপ্রিয় নায়ক-নায়িকাদের তালিকা নিয়ে যারা এখনকার মতো স্লিম এবং ফিট কখনোই ছিলেন না। বরং ভীষণ মোটা অবস্থা থেকেই চিকন হয়ে আজকের রূপে এসেছেন তাঁরা।

বলিউডের এই সময়ের ক্রেজ আলিয়া ভাট কি সব সময়ই এমন পাতলা ছিমছাম গড়নের ছিলেন? মটেই নয় মহেশ ভাটের এই কন্যা সিনেমা জগতে প্রবেশের পূর্বে নিজেকে সিনেমার জন্য তৈরি করতে ১৬ কেজি ওজন কমিয়েছেন। বিশ্বাস না হলে ছবিটি দেখুন।

ছবিটি দেখে বিশ্বাস হচ্ছে না তো! এই কি আজকের ড্যাশিং অর্জুন কাপুর? জানলে অবাক হবেন সিনেমায় নাম লেখানর পূর্বে এই নায়কের ওজন ছিল ১৭০ কেজি। পরবর্তীতে সিনেমায় নাম লেখানোর পূর্বে পুরো ৬৮ কেজি ওজন কমান এই তারকা।

ছবিতে দেখুন গোলগাল সোনাক্ষিকে। এই অভিনেত্রীও দাবাং সিনেমা দিয়ে বলিউডে প্রবেশের পূর্বে ৩০ কেজি ওজন কমিয়েছেন।

পরিণীতি চোপড়ার বর্তমানের রূপটি অনেক কষ্টের বিনিময়েই পাওয়া। সিনেমাতে প্রবেশের পূর্বে দেশের বাইরে পড়াশোনা করার সময়কার ছবিটি দেখুন।

বলিউডের ফ্যাশন ডিভা সোনাম কাপুর এক সময় ৮৬ কেজি ছিলেন! ভাবাই যায় না, সিনেমায় নাম লেখানোর পূর্বে পরিচালক সঞ্জয় লীলা বানসালি সনমকে বলেন তুমি যদি তোমার ওজন কমাতে পার তবেই আমি তোমাকে আমার সিনেমার নায়িকা করব।

ওজন নিয়ে বরাবরই নিয়ে খবরের শিরোনামে পরিনত হয়েছেন। এই অভিনেত্রীর জিরো ফিগারের কথা তো সবারই জানা। তবে সিনেমায় নামার আগে তিনিও ছিলেন ফ্যাট। যদিও সে সময়ের ছবি মিডিয়ায় প্রকাশ হতে দেন না তিনি।

কি অদ্ভুত না! ছবিতে দেখে বিশ্বাসই হতে চায় না এই রকম মোটা ছিলেন আবার কিভাবে শুকিয়ে গেলেন এই হিরো।

দেখুন তো চিনতে পারেন কিনা? ডান আশের মোটা মেয়েটি বলিউডের অভিনেত্রী জেরিন খান। বলিউডে প্রবেশের পরেই একেবারে নিজেকে করে তুলেছেন আকর্ষণীয়।

 

Share this post

scroll to top
error: Content is protected !!