DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

মোদির শপথ অনুষ্ঠানে নেওয়াজ শরীফকে আমন্ত্রণ : বিজেপিকে কংগ্রেসের কঠোর সমালোচনা

image_91640_0পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় বিজেপির কঠোর সমালোচনা করেছে কংগ্রেস।

এক প্রতিক্রিয়া দলটি বলেছে, সন্ত্রাস ও আলোচনা এক সঙ্গে চলতে পারে না। কংগ্রেস নেতা মনিস তিওয়ারি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, নির্বাচনী প্রচারের সময় বিজেপি নেতারা পাকিস্তানের বিরোধিতা করে অনেক বক্তব্য দিয়েছেন। পাকিস্তানকে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বলে অভিহিত করেছেন।

কিন্তু এখন কীভাবে নওয়াজ শরিফকে আমন্ত্রণ জানানো হলো তা আমাদের বোধগম্য নয়। মনিস তিওয়ারি আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং যখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছিলেন তখন বিজেপি এর চরম বিরোধিতা করেছিল।

download (13)বিজেপি নেতা ও সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর পাকিস্তান-পরিকল্পনা এগিয়ে নিতে চেয়েছিলেন মনমোহন। বিজেপির বিরোধিতায় যা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। এখন বিজেপিই পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে। এদিকে নওয়াজ শরিফ মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন কিনা তা এখনো ঠিক হয়নি।

পাকিস্তানের পররাষ্ট্র দফতরের কর্মকর্তা তাসনিম আসলাম জানিয়েছেন, ভারত থেকে পাঠানো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র গ্রহণ করা হয়েছে। তবে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারতে যাচ্ছেন কি যাচ্ছেন না তা নিয়ে শুক্রবার সিদ্ধান্ত নেবেন তিনি। উল্লেখ্য, ২৬ মে ভারতের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। 

Share this post

scroll to top
error: Content is protected !!