DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বিশ্বকাপে সবচেয়ে দামী দল ব্রাজিল, আর্জেন্টিনা তৃতীয়

image_90355_0ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে মাঠে নামার আগেই ‘বিশ্বসেরা’ ব্রাজিল!
 
ভ্যাবাচ্যাকা খাবেন না, একেবারে সত্যি কথা এটি। লুই ফিলিপ স্কলারির সদ্য ঘোষিত ২৩ জনের দলের দাম ৫০০ মিলিয়ন ইউরোরও বেশি। টাকার অঙ্কে প্রায় ৫১৪.২৩ মিলিয়ন ইউরো। স্পেনের বিশ্বকাপ দলের দাম ৪৮৬.৯ মিলিয়ন ইউরো। আর তালিকার তিনে থাকা লিওনেল মেসির আর্জেন্টিনার দাম ৪৭৪.১ মিলিয়ন ইউরো।
 
ব্রাজিলের নামী একটি অর্থনৈতিক দৈনিকের দেয়া খবর অনুযায়ী নেইমারের ব্রাজিলই এবার বিশ্বকাপের সবচেয়ে দামি দল। যদিও তিনি বিশ্বকাপের সবচেয়ে দামি ফুটবলার নন। ওই অর্থনৈতিক ম্যাগাজিনের খবর অনুযায়ী ফুটবল মহাযজ্ঞের সবচেয়ে মূল্যবান রত্ম লিওনেল মেসি। বার্সেলোনার এই বিশ্বসেরা  ফরোয়ার্ডের দাম ১৩৮ মিলিয়ন ইউরো।
 
অর্থের দৌঁড়ে মেসি পেছনে ফেলেছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে। আপাতত এই পর্তুগাল তারকার দাম ১০৭ মিলিয়ন ইউরো। সেখানে নেইমারের অবস্থান অনেক পেছনে। ব্রাজিলিয়ান সুপারস্টারের দাম ৬৭ মিলিয়ন ইউরো।
 
প্রসঙ্গত, এবার ব্রাজিল বিশ্বকাপের স্কোয়াডের গড় বয়স ২৮.৪ বছর। এর আগে ২০০২ সালে রোনাল্ডো, রিভাল্ডো ও রোনালদিনহোদের নিয়ে সেলেসাওরা যেবার বিশ্বকাপ জিতেছিল সেবার টিমের গড় বয়স ছিল ২৬.৭ বছর। সুতরাং বিশ্বজয়ী কেউ এই দলের সদস্য না হলেও অভিজ্ঞতার কমতি থাকছে না এবারেও। 

Share this post

scroll to top
error: Content is protected !!