DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

ঢাকায় মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী

1399358900.দক্ষিণ ও মধ্যএশিয়া বিষয়ক মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী ফাতেমা সুমার দুদিনের সফরে মঙ্গলবার সাড়ে ১১টায় ঢাকায় এসে পৌঁছেছেন।



ঢাকাস্থ মার্কিন দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।



ফাতেমা সুমার মঙ্গলবার ও বুধবার ঢাকায় অবস্থান করবেন। এ সফরে তিনি বাণিজ্যিক ও আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা নিয়ে সরকারের পদস্থ কর্তাব্যক্তি, ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করবেন।



গত মাসে ঢাকায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপ এবং বহুল আলোচিত টিকফা বৈঠকের পর প্রভাবশালী এই মার্কিন কূটনীতিক ঢাকা সফরে এলেন।



মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা স্থগিত, ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনসহ নানা কারণে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ক্ষেত্রে যখন শীতল হাওয়া বইছে, ঠিক সেই মুহূর্তে মার্কিন কর্মকর্তাদের ধারাবাহিক এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। 

Share this post

scroll to top
error: Content is protected !!