DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

পুরুষেরা মিথ্যা বলে কেন?

image_88255_0আমরা সবাই প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে কম বেশি মিথ্যা কথা বলে থাকি। তবে প্রতিটি মিথ্যা কথা বলার পেছনে কারণ থাকে। ঠিক তেমনি পুরুষদের মিথ্যা কথা বলার পেছনেরও কিছু কারণ থাকে
 
পছন্দের মানুষটিকে পটানোর জন্য
কোনো মানুষই পরিপূর্ণ নন। কিন্তু পছন্দের মানুষটির সামনে নিজেকে পরিপূর্ণ হিসেবে তুলে ধরতে পুরুষেরা হরহামেশাই মিথ্যা কথা বলে থাকেন। চাকরি, সামাজিক অবস্থান, কতজন মেয়ের সঙ্গে প্রেম করেছেন, মারামারি করে কত বার জয়ী হয়েছেন, কতগুলো দেশ ভ্রমন করেছেন, এছাড়া অন্যান্য বিষয় নিয়ে বাড়িয়ে বাড়িয়ে বলেন। উদ্দেশ্য একটাই পছন্দের মানুষটির মন জয় করার জন্য।
 
ভালোবাসার মানুষকে কষ্ট না দেয়ার জন্য
অনেক সময় দেখা যায় সত্য কথা বললে প্রিয় মানুষটি কষ্ট পেতে পারেন এবং তার প্রতি খারাপ ধারণা পোষণ করতে পারেন। সেসব কথা ভেবে পুরুষ মানুষেরা মিথ্যা কথা বলেন।
 
অহংকার বোধ
অহংকার বজায় রাখতে অনেক পুরুষেরা মিথ্যা কথা বলে থাকেন। যেমনঃ অনেক মানুষের সামনে যদি কোনো নারী বলে থাকেন যে ‘আপনিতো আমাকে ফেসবুকে ফেন্ড রিকুয়েস্ট পাটিয়েছিলেন?’ তখন হয়তো পুরুষ মানুষটি নিজের অহমিকা বজায় রাখতে বলেন ‘কই নাতো আমিতো কাউকে ফেন্ড রিকুয়েস্ট পাঠাই না।’
 
বিরোধিতা এড়াতে
সত্য কথা বললে হয়তো পরিবারে, সমাজে কিংবা অফিসে বড় ধরণের কোনো সমস্যা হতে পারে কিংবা একজনের সঙ্গে আরেকজনের বড় ধরণের ভুল বোঝাবোঝির সৃষ্টি হতে পারে সেরকম ধারণা থেকে পুরুষেরা মিথ্যা কথা বলেন।
 
বিপদ থেকে মুক্তি পেতে
সত্যি কথা বললে যেকোন ধরণের বড় ধরণের বিপদ হতে পারে। বিপদ এড়ানোর জন্য মিথ্যা বলেন।
 
সম্পর্ক ঠিক রাখতে
কিছু কিছু পুরুষ আছেন যারা নারীকে অবমূল্যায়ন করে মিথ্যা কথা বলেন। পুরুষেরা মনে করেন সত্যি কথা বললে নারী হয়তো মেনে নিতে পারবে না। কিংবা পরবর্তীতে খোটা দিতেও ছাড়বে না। তাই নারীকে সুখে রাখতেই পুরুষেরা মিথ্যা বলেন।
 
নারীকে অবিশ্বাস করার কারণে
অধিকাংশ পুরুষ মনে করেন নারীরা বলে এক, কাজের ক্ষেত্রে আরেক। নারীকে সত্য কথা বললে তার শত্রু পক্ষ পরিকল্পনা জেনে যেতে পারে সেই ভয়ে মিথ্যা বলেন।
 

Share this post

scroll to top
error: Content is protected !!