DMCA.com Protection Status
title="শোকাহত

বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়ল এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী এবং নব বর্ষ বরন ১৪২১ এর অনুষ্ঠান আগামী ২৭শে এপ্রিল’১৪

10167953_10203708795109516_5268416175466737559_n'আজই এ বৈশাখের আনন্দে, মন্ট্রিয়ল জাগেরে',এই শ্লোগান নিয়ে আগামী ২৭শে এপ্রিল'১৪ ,রোববারে সারম্বরে  অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়ল এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী এবং নব বর্ষ ১৪২১ এর বরন অনুষ্ঠান।অনুষ্ঠানস্থলঃ ৬৭৬৭ কোত দে নেইজ,মন্ট্রিয়ল।সময়ঃ দুপুর ১২টা।

download (46)প্রতিবারের মতো এবার সোসাইটির আয়োজনে বাংলা নববর্ষের অনুষ্ঠানটি গুনে ,মানে এবং আকর্ষনে মন্টিয়লের সেরা আয়োজন হবে বলে মন্ট্রিয়ল বাসী বাংলাদেশীরা আশা করছেন।এ উপলক্ষ্যে সোসাইটির  সভাপতি শাফিউদ্দিন আহমেদ,সাধারন সম্পাদক কামাল চৌধুরী সহ সোসাইটির সকল কর্মকর্তারা অক্লান্ত ভাবে কাজ করে চলেছেন।

এই জাকজমক পূর্ন অনুষ্ঠানের  ব্যাবস্থাপনায় রয়েছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান লাবু।সার্বিক তত্বাবধানে রয়েছেন সংগঠনের সাবেক সভাপতি ও ফোবানা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এজাজ আকতার তৌফিক ।

2012-07-20__cul01অনুষ্ঠানের প্রধান আকর্ষন হিসাবে থাকছেন ,বাংলাদেশের জনপ্রিয় সংগীত তারকা আলম আরা মিনু এবং ক্লোজআপ ওয়ান তারকা পুতুল।এছাড়াও থাকছে প্রবাসের প্রখ্যাত শিল্পী  বৃন্দের পরিবেশনা এবং ঐতিহ্যবাহী বাংলাদেশী বৈশাখী খাবারের আয়োজন।এই ব্যতিক্রমী অনুষ্ঠানটিতে মৃনট্রিয়ল বাসীদের সাদর আমন্ত্রন জানিয়েছেন আয়োজক বৃন্দ। 

Share this post

scroll to top
error: Content is protected !!