DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

২০১৯ সালের একদিন আগেও সংসদ নির্বাচন নয়:স্বাস্থ্যমন্ত্রী নাসিম

image_86998আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘২০১৯ সালের একদিন আগেও সংসদ নির্বাচন নয় এবং  সেই নির্বাচনও হবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই ।’ শুক্রবার বিকেলে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাস টার্মিনালে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।



তিনি বলেন, ‘আমাদের সামনে এখন সময় খুবই কম, তাই আগামী ৫ বছর আমাদের একটাই কাজ তা হলো দেশের মানুষের মন জয় করা এবং তাদের আস্থা অর্জন করা। আমরা সন্ত্রাস নয় শান্তি চাই।’



মো. নাসিম বলেন, ‘খালেদা জিয়া বলেছিলেন সংসদ নির্বাচন করতে দেবেন না কিন্তু শেখ হাসিনা নির্বাচন করেছেন, আমরা মন্ত্রী হয়েছি। দেশের মানুষকে সার ও বিদ্যুৎ দিয়েছি, জঙ্গিবাদ ও সন্ত্রাস বন্ধ করেছি।’



জনসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সাজেদুর রহমান খানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, শফিকুল ইসলাম শিমুল এমপি, আবুল কালাম আজাদ এমপি, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। এসময় সাবেক ছাত্রদল নেতা ফেরদৌসুর রহমান মুক্তা ও জাতীয় পার্টি নেতা শাহজাহান মৃধার নেতৃত্বে বিএনপি ও জাপার সহস্রাধিক নেতাকর্মী আ.লীগে যোগ দেন।  

 

Share this post

scroll to top
error: Content is protected !!