DMCA.com Protection Status
title="শোকাহত

ঝুলে গেল বেবী নাজনীনের অ্যালবাম

image_807_117204ব্ল্যাক ডায়মন্ডখ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীনের ৫০তম একক অ্যালবামটি শেষ পর্যন্ত ঝুলেই গেল। এর আগে তিনি জানিয়েছিলেন, পহেলা বৈশাখে নতুন অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেবেন। কিন্তু কথা দিয়ে কথা রাখতে পারেননি। এখন পর্যন্ত অ্যালবামের কাজ পুরোপুরি সম্পন্ন করতেই পারেননি তিনি। মাস দুয়েক আগে অবকাশ যাপনের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বেবী নাজনীন।

বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি। তবে বিদেশ সফরে যাওয়ার আগে বেবী জানিয়েছিলেন, তার অ্যালবামের কাজ প্রায় শেষপর্যায়ে। পৃষ্টপোষকতা না পাওয়ায় অ্যালবামটি প্রকাশ করতে পারছেন না। তবে যেভাবে হোক পহেলা বৈশাখের আগেই তিনি অ্যালবামটি প্রকাশ করবেন।

সিডির পাশাপাশি আন্তর্জাতিক ওয়েবসাইটে ও মুঠোফোনেও অ্যালবামটি প্রকাশের ইচ্ছা রয়েছে তার। এ নিয়ে বেশ ক'টি কোম্পানির সঙ্গেও আলোচনা করছেন তিনি। ডিজিটাল যুগের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, 'তথ্যপ্রযুক্তিনির্ভর এ যুগে সবকিছুতেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে। সঙ্গীতাঙ্গনও দিনকে দিন এগিয়ে যাচ্ছে। তাই অ্যালবামটি আমি সিডির পাশাপাশি ওয়েবসাইটে ও মুঠোফোনে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি।

আশা করি, এ মাধ্যমগুলোয়ও আমি অ্যালবামটি নিয়ে ব্যাপক সাড়া পাব।' বেশ ক'জন তরুণ গীতিকার ও সুরকারের অংশগ্রহণে তৈরি হচ্ছে বেবীর নতুন অ্যালবামটি। এতে তার নিজের কথা ও সুরে একাধিক গান থাকছে। এদিকে জানা গেছে, বেবী যুক্তরাষ্ট্রে তার ছেলের সঙ্গে আছেন। গত মাসেই তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে দেশে ফিরতে পারেননি তিনি। চলতি মাসেও তার দেশে ফেরার সম্ভাবনা নেই। উল্লেখ্য, বেবী নাজনীন অসংখ্য শ্রোতাপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন। সর্বশেষ ২০১১ সালে সঙ্গীতার ব্যানারে তার একক অ্যালবাম 'ইচ্ছে করে ভালোবাসি' প্রকাশিত হয়। ক্যারিয়ারের ৪৯তম এ অ্যালবামটি নিয়েও বেশ সাড়া পেয়েছিলেন তিনি।

বস্ন্যাক ডায়মন্ডখ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীনের ৫০তম একক অ্যালবামটি শেষ পর্যন্ত ঝুলেই গেল। এর আগে তিনি জানিয়েছিলেন, পহেলা বৈশাখে নতুন অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেবেন। কিন্তু কথা দিয়ে কথা রাখতে পারেননি। এখন পর্যন্ত অ্যালবামের কাজ পুরোপুরি সম্পন্ন করতেই পারেননি তিনি।
মাস দুয়েক আগে অবকাশ যাপনের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বেবী নাজনীন। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি। তবে বিদেশ সফরে যাওয়ার আগে বেবী জানিয়েছিলেন, তার অ্যালবামের কাজ প্রায় শেষপর্যায়ে। পৃষ্টপোষকতা না পাওয়ায় অ্যালবামটি প্রকাশ করতে পারছেন না। তবে যেভাবে হোক পহেলা বৈশাখের আগেই তিনি অ্যালবামটি প্রকাশ করবেন। সিডির পাশাপাশি আন্তর্জাতিক ওয়েবসাইটে ও মুঠোফোনেও অ্যালবামটি প্রকাশের ইচ্ছা রয়েছে তার। এ নিয়ে বেশ ক'টি কোম্পানির সঙ্গেও আলোচনা করছেন তিনি। ডিজিটাল যুগের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, 'তথ্যপ্রযুক্তিনির্ভর এ যুগে সবকিছুতেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে। সঙ্গীতাঙ্গনও দিনকে দিন এগিয়ে যাচ্ছে। তাই অ্যালবামটি আমি সিডির পাশাপাশি ওয়েবসাইটে ও মুঠোফোনে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, এ মাধ্যমগুলোয়ও আমি অ্যালবামটি নিয়ে ব্যাপক সাড়া পাব।' বেশ ক'জন তরুণ গীতিকার ও সুরকারের অংশগ্রহণে তৈরি হচ্ছে বেবীর নতুন অ্যালবামটি। এতে তার নিজের কথা ও সুরে একাধিক গান থাকছে।
এদিকে জানা গেছে, বেবী যুক্তরাষ্ট্রে তার ছেলের সঙ্গে আছেন। গত মাসেই তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে দেশে ফিরতে পারেননি তিনি। চলতি মাসেও তার দেশে ফেরার সম্ভাবনা নেই। উল্লেখ্য, বেবী নাজনীন অসংখ্য শ্রোতাপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন। সর্বশেষ ২০১১ সালে সঙ্গীতার ব্যানারে তার একক অ্যালবাম 'ইচ্ছে করে ভালোবাসি' প্রকাশিত হয়। ক্যারিয়ারের ৪৯তম এ অ্যালবামটি নিয়েও বেশ সাড়া পেয়েছিলেন তিনি। – See more at: http://www.jjdin.com/?view=details&archiev=yes&arch_date=16-04-2014&type=single&pub_no=807&cat_id=1&menu_id=63&news_type_id=1&index=0#sthash.LMv88zPq.dpuf

Share this post

scroll to top
error: Content is protected !!