DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

স্বপ্নের আমেরিকায় শিক্ষা সফরের দারুন সুযোগ

images333সবার মনেই ইচ্ছা থাকে আমেরিকা যাওয়ার। বিশ্বের নেতৃস্থানীয় ও সর্বোচ্চ শক্তিধর দেশটি দেখার ইচ্ছা নেই এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। আর তা যদি হয় নাসা ও জাতিসংঘের সদরদপ্তর ভ্রমণের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক মানের লিডারশিপ পোগ্রামে অংশগ্রহণ করা। তাহলে তো কোনো কথায়ই নেই।

এমনটি দেখার অপার সুযোগ এখন বাংলাদেশের শিক্ষার্থীদের সামনে। বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে এমন সুযোগ ১২-১৮ বছরের একটি ৫০ জনের দুটি গ্রুপ আগামী ২ আগস্ট   থেকে ১৫ আগস্ট মোট ১২ দিনের এই শিক্ষাসফরের বিশেষ ৭টি আকর্ষণ যা শিক্ষার্থীদের আকৃষ্ট করবে ১. নাসা রোবটিক্স ও স্পেস ইনভেস্টিগেশন, ২. জাতিসংঘের সদরদপ্তর ভ্রমণ, ৩. নায়াগ্রা জলপ্রপাত ভ্রমণ, ৪. ডিজনি ওয়াল্ড ভ্রমণ, ৫. টাইমস স্কয়ারে ভ্রমণ, ৬. নিউইয়র্ক ও ফ্লোরিডার বিভিন্ন আকর্ষণীয় স্থানে ভ্রমণ, ৭. বিশ্বের নামকরা বিভিন্ন শপিং মলে কেনা-কাটার সুযোগ।

অন্যদিকে ১৮-২৪ বছরের ১০০ জনের একটি গ্রুপ জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিতব্য ৯ দিনের ১৪তম ইয়ুথ অ্যাসেম্বলিতে অংশ নেবে আগামী ২ আগস্ট থেকে ১০আগস্ট পর্যন্ত। ওই দুটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে আগ্রহীরা আগামী ৩০ এপ্রিলের মধ্যে রেজিস্ট্রেশন করতে ০১৭২০৫৫৭১০৭/১০৯ নাম্বারে যোগাযোগ করতে হবে। স্বপ্নের মোট ১২ দিনের শিক্ষাসফরে যা থাকছে-প্রথম দিনে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ। দ্বিতীয় দিনে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে নামার পর সেখানে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিশেষ প্রতিনিধি দল তাদের অভ্যর্থনা জানাবে এবং তারা আবার অরল্যান্ডো, ফ্লোরিডার উদ্দেশে বিমান যাত্রা শুরু করবে। অরল্যান্ডোতে নামার পর দুপুরের খাবার।

তারপর বিশ্বখ্যাত শপিং মল ওয়ালমার্টে কেনা-কাটা। রাতের ফ্লোরিডা ভ্রমণ। তৃতীয় দিনে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা পরিদর্শন। নভোচারীদের সঙ্গে দুপুরের খাবার খাবে শিক্ষার্থীরা। খাওয়ার পর নভোচারীদের সঙ্গে ফটোসেশন এবং তাদের বিভিন্ন প্রশ্ন করে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় জানবে। চতুর্থ দিনে আবার নাসার উদ্দেশে হোটেল ত্যাগ এবং দুপুরে নভোচারীদের সঙ্গে খাবার গ্রহণ। তারপর থিয়েটার দেখার সুযোগ পাবে শিক্ষার্থীরা। পঞ্চম দিনেও নাসা ঘুরে দেখানো হবে শিক্ষার্থীদের। নভোচারীদের সঙ্গে সময় কাটাবে তারা। বিশাল নাসা ক্যাম্পাস বাসে ঘুরে দেখানো হবে শিক্ষার্থীদের। তারপর রাতে থিয়েটার অথবা রাতের অরল্যান্ডো শহর ভ্রমণ। ষষ্ঠ দিনে বিখ্যাত জাদুর রাজ্য ডিজনি ওয়ার্ল্ড পরিদর্শন করবে শিক্ষার্থীরা।

দিনভর শিক্ষার্থীরা ডিজনি ওয়ার্ল্ডেই কাটাবে। সপ্তম দিনে সকালে ব্রেকফাস্ট সেরে শিক্ষার্থীরা ছুট দেবে বিখ্যাত ইউনিভার্সাল স্টুডিওর উদ্দেশে। সপ্তম দিনের পুরোটাই এখানে কাটাবে শিক্ষার্থীরা। অষ্টম দিনে যেতে হবে বিখ্যাত ফ্লোরিডায় সমুদ্র সৈকতে। এখানেই সেরে নিতে হবে দুপুরের খাবার। তারপর ফ্লোরিডা অঙ্গরাজ্যের সর্ববৃহৎ শপিং মলে কেনাকাটা। নবম দিনে ব্যস্ততম ও আলো ঝলমলে নিউইউর্কের উদ্দেশে যাত্রা। বিশ্বের ব্যস্ততম জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে অবতরণ। লাঞ্চের পর বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাতের উদ্দেশে যাত্রা শুরু।

এখানে শিক্ষার্থীরা রাতের নায়াগ্রা জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করবে। তারপর ডিনার সেরে হোটেলে ফেরার পালা। দশম দিনে সকালের নাশতা সেরে আবার নায়াগ্রা জলপ্রপাতের ভ্রমণ। দিনের নায়াগ্রা জলপ্রপাত কেমন দেখায় তা দেখে শিক্ষার্থীরা রাতে নিউইয়র্কে ফিরে বিখ্যাত টাইমস স্কয়ারে নাইট ট্যুর করবে। ১১তম দিনে শিক্ষার্থীরা নিউইয়র্কে বিশেষ আকর্ষণ জাতিসংঘের সদর দপ্তর পরিদর্শন করবে। এখানে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশন পরিদর্শন করবে। এ সময় মিশনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকার এবং দুপুরে খাওয়া-দাওয়া পর্ব।

এরপর হোটেল ফিরে বাড়ি ফেরার প্রস্তুতি নিয়ে জন এফ কেনেডি বিমানবন্দওে পৌঁছে ঢাকার উদ্দেশে বিমানযাত্রা শুরু করবে। ১২তম দিনে ঢাকায় ফিরবে। ভিসা পেতে শিক্ষার্থীদের যেসব কাগজপত্র বিএসবি অফিস থেকে জেনে নেয়ার অনুরোধ করা হলো।

সবার মনেই ইচ্ছা থাকে আমেরিকা যাওয়ার। বিশ্বের নেতৃস্থানীয় ও সর্বোচ্চ শক্তিধর দেশটি দেখার ইচ্ছা নেই এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। আর তা যদি হয় নাসা ও জাতিসংঘের সদরদপ্তর ভ্রমণের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক মানের লিডারশিপ পোগ্রামে অংশগ্রহণ করা। তাহলে তো কোনো কথায়ই নেই। এমনটি দেখার অপার সুযোগ এখন বাংলাদেশের শিক্ষার্থীদের সামনে। বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে এমন সুযোগ ১২-১৮ বছরের একটি ৫০ জনের দুটি গ্রুপ আগামী ১৫ আগস্ট থেকে ২ আগস্ট মোট ১২ দিনের এই শিক্ষাসফরের বিশেষ ৭টি আকর্ষণ যা শিক্ষার্থীদের আকৃষ্ট করবে ১. নাসা রোবটিক্স ও স্পেস ইনভেস্টিগেশন, ২. জাতিসংঘের সদরদপ্তর ভ্রমণ, ৩. নায়াগ্রা জলপ্রপাত ভ্রমণ, ৪. ডিজনি ওয়াল্ড ভ্রমণ, ৫. টাইমস স্কয়ারে ভ্রমণ, ৬. নিউইয়র্ক ও ফ্লোরিডার বিভিন্ন আকর্ষণীয় স্থানে ভ্রমণ, ৭. বিশ্বের নামকরা বিভিন্ন শপিং মলে কেনা-কাটার সুযোগ।
অন্যদিকে ১৮-২৪ বছরের ১০০ জনের একটি গ্রুপ জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিতব্য ৯ দিনের ১৪তম ইয়ুথ অ্যাসেম্বলিতে অংশ নেবে আগামী ২ আগস্ট থেকে ১০আগস্ট পর্যন্ত। ওই দুটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে আগ্রহীরা আগামী ৩০ এপ্রিলের মধ্যে রেজিস্ট্রেশন করতে ০১৭২০৫৫৭১০৭/১০৯ নাম্বারে যোগাযোগ করতে হবে।
স্বপ্নের মোট ১২ দিনের শিক্ষাসফরে যা থাকছে-প্রথম দিনে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ। দ্বিতীয় দিনে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে নামার পর সেখানে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিশেষ প্রতিনিধি দল তাদের অভ্যর্থনা জানাবে এবং তারা আবার অরল্যান্ডো, ফ্লোরিডার উদ্দেশে বিমান যাত্রা শুরু করবে। অরল্যান্ডোতে নামার পর দুপুরের খাবার। তারপর বিশ্বখ্যাত শপিং মল ওয়ালমার্টে কেনা-কাটা। রাতের ফ্লোরিডা ভ্রমণ। তৃতীয় দিনে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা পরিদর্শন। নভোচারীদের সঙ্গে দুপুরের খাবার খাবে শিক্ষার্থীরা। খাওয়ার পর নভোচারীদের সঙ্গে ফটোসেশন এবং তাদের বিভিন্ন প্রশ্ন করে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় জানবে। চতুর্থ দিনে আবার নাসার উদ্দেশে হোটেল ত্যাগ এবং দুপুরে নভোচারীদের সঙ্গে খাবার গ্রহণ। তারপর থিয়েটার দেখার সুযোগ পাবে শিক্ষার্থীরা। পঞ্চম দিনেও নাসা ঘুরে দেখানো হবে শিক্ষার্থীদের। নভোচারীদের সঙ্গে সময় কাটাবে তারা। বিশাল নাসা ক্যাম্পাস বাসে ঘুরে দেখানো হবে শিক্ষার্থীদের। তারপর রাতে থিয়েটার অথবা রাতের অরল্যান্ডো শহর ভ্রমণ। ষষ্ঠ দিনে বিখ্যাত জাদুর রাজ্য ডিজনি ওয়ার্ল্ড পরিদর্শন করবে শিক্ষার্থীরা। দিনভর শিক্ষার্থীরা ডিজনি ওয়ার্ল্ডেই কাটাবে। সপ্তম দিনে সকালে ব্রেকফাস্ট সেরে শিক্ষার্থীরা ছুট দেবে বিখ্যাত ইউনিভার্সাল স্টুডিওর উদ্দেশে। সপ্তম দিনের পুরোটাই এখানে কাটাবে শিক্ষার্থীরা। অষ্টম দিনে যেতে হবে বিখ্যাত ফ্লোরিডায় সমুদ্র সৈকতে। এখানেই সেরে নিতে হবে দুপুরের খাবার। তারপর ফ্লোরিডা অঙ্গরাজ্যের সর্ববৃহৎ শপিং মলে কেনাকাটা। নবম দিনে ব্যস্ততম ও আলো ঝলমলে নিউইউর্কের উদ্দেশে যাত্রা। বিশ্বের ব্যস্ততম জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে অবতরণ। লাঞ্চের পর বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাতের উদ্দেশে যাত্রা শুরু। এখানে শিক্ষার্থীরা রাতের নায়াগ্রা জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করবে। তারপর ডিনার সেরে হোটেলে ফেরার পালা। দশম দিনে সকালের নাশতা সেরে আবার নায়াগ্রা জলপ্রপাতের ভ্রমণ। দিনের নায়াগ্রা জলপ্রপাত কেমন দেখায় তা দেখে শিক্ষার্থীরা রাতে নিউইয়র্কে ফিরে বিখ্যাত টাইমস স্কয়ারে নাইট ট্যুর করবে। ১১তম দিনে শিক্ষার্থীরা নিউইয়র্কে বিশেষ আকর্ষণ জাতিসংঘের সদর দপ্তর পরিদর্শন করবে। এখানে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশন পরিদর্শন করবে। এ সময় মিশনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকার এবং দুপুরে খাওয়া-দাওয়া পর্ব। এরপর হোটেল ফিরে বাড়ি ফেরার প্রস্তুতি নিয়ে জন এফ কেনেডি বিমানবন্দওে পৌঁছে ঢাকার উদ্দেশে বিমানযাত্রা শুরু করবে। ১২তম দিনে ঢাকায় ফিরবে। ভিসা পেতে শিক্ষার্থীদের যেসব কাগজপত্র বিএসবি অফিস থেকে জেনে নেয়ার অনুরোধ করা হলো। – See more at: http://www.jjdin.com/?view=details&archiev=yes&arch_date=16-04-2014&type=single&pub_no=807&cat_id=1&menu_id=74&news_type_id=1&index=1#sthash.LE1G1tTx.dpuf

Share this post

scroll to top
error: Content is protected !!