DMCA.com Protection Status
ADS

কারাগারে খাদ্যে বিষক্রিয়ায় ৩৫ কয়েদি অসুস্থ

image_86459_0বাগেরহাট: বাগেরহাট জেলা কারাগারে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ৩৫ হাজতি ও কয়েদি অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে ১৯ কয়েদিকে মঙ্গলবার সকাল ৭টার দিকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদের চিকিৎসা সেবা দিতে বেলা সোয়া ১২টার দিকে বাগেরহাট সদর হাসপাতাল থেকে একটি মেডিকেল দল জেলা কারাগারে পাঠান হয়েছে।

বাগেরহাট জেলা কারাগারের সুপার আমানুল্লাহ জানান, সোমবার পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উপলক্ষে বাগেরহাট জেলা কারাগারে উন্নত খাবার পরিবেশন করা হয়।  সোমবার রাতে জেলাখানায় প্রায় ৫২৯ কয়েদি ও হাজতিকে গরুর মাংশ ও পোলাও পরিবেশন করা হয়। এ খাবার খাওয়ার পর ৩৫ কয়েদি ও হাজতি ডায়রিয়ায় আক্রান্ত হন। এদের মধ্যে মঙ্গলবার সকালে গুরুতর অসুস্থ ১৯ কয়েদিকে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি জানান, অনান্য অসুস্থ বন্দীদের কারা অভ্যন্তরে রেখেই চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এ ছাড়া কারাগারে গভীর নলকুপের পানি খুব লবণাক্ত ও পানের অনুপযোগী। এর ফলে এ ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।

অসুস্থ হয়ে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তিদের মধ্যে রয়েছেন, শাহাজালাল (৩০), হেদায়েত (৪০), গোপাল চন্দ্র পাইক (২৮), ধিরান পাইক, আফজাল শেখ (৩০), মনির হাওলাদার (৩০), এমদাদুল (৩৫), আবু বক্কার সিদ্দিক (২৮), মজিবর ফরাজি (৩০), হেমায়েত (৩৫), মিজান (৮৪), মিঠু (৪৭), জাহিদুল ইসলাম (২৮), রাসেল (২৪), আকরাম (৩০), হিরামনি, নাজমুল, মাহাতাব।

এদিকে দুপুরে বাগেরহাট সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. কুহেলী বেগম জানান, প্রাথমিক ভাবে খাবারে বিষক্রিয়ার ফলেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।  এপর্যন্ত ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

Share this post

scroll to top
error: Content is protected !!