DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

সম্পদ বিবরণীর হিসাব দাখিল না করার মামলাঃ মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৬ এপ্রিল

download (24)সম্পদের তথ্য বিবরণী দাখিল না করার মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ১৬ এপ্রিল দিন ধার্য করেছে আদালত। ঢাকার বিশেষ জজ-৩-এর বিচারক বাসুদেব রায় মঙ্গলবার এ দিন ধার্য করেন।

সকালে অভিযোগ গঠনের শুনানির জন্য সময় আবেদন করেন আসামি মাহমুদুর রহমানের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার। আদালত সময় আবেদন মঞ্জুর করেন। আদালতের এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন বলে আদালতকে জানান মাহমুদুরের আইনজীবীরা।

আদালত এ আবেদনটি গ্রহণ করে। আগামী ধার্য তারিখে হাইকোর্টের আদেশ দাখিল ও অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করে। মামলার আসামি মাহমুদুর রহমানকে কারগার থেকে আদালতে হাজির করা হয়।

দুদকের পক্ষে অভিযোগ গঠনের শুনানির জন্য আবেদন করেন মোশাররফ হোসেন কাজল। তিনি আদালতকে বলেন, ‘২০১০ সালে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক। আসামিপক্ষ মামলার বিচারকাজ বিলম্বিত করতে বারবার সময়ের আবেদন করে চলেছে। আসামিপক্ষের সময় আবেদন নাকচ করে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হোক।’

download (25)উল্লেখ্য, ২০১০ সালের ১৩ জুন দুদকের তত্কালীন উপপরিচালক মোহাম্মদ নুর আহমেদ গুলশান থানায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের আগে ২০১০ সালের ১২ এপ্রিল মাহমুদুরকে সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য দুদক থেকে নোটিস দেয়া হয়।

তার আইনজীবিরা দৈনিক প্রথম বাংলাদেশকে বলেন, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থের জন্য দায়ের করা এসব মামলা সর্বৈব মিথ্যা এবং ন্যায়বিচারের অপলাপ ,একথা বার বার আদালতের কাছে  বললেও রাষ্ট্রের অবস্থানে কোন পরিবর্তন হয় নি।বিভিন্ন জটিল রোগে আক্রান্ত জনাব মাহমুদুর রহমান সুচিকিৎসার অভাবে দিন দিন  নিঃশেষ হয়ে যাচ্ছেন।উপরের ছবি দুটি লক্ষ্য করুনঃপ্রথমটি গ্রেফতার হবার কিছুদিন পূর্বের আর নীচেরটি সাম্প্রতিক কালে আদালতে তোলা ছবি।তার পরিবার ও আইনজীবিদের ,তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরনের আবেদন বরংবার প্রত্যাখাত হয়েছে।

 

Share this post

scroll to top
error: Content is protected !!