DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

যুক্তরাষ্ট্রে তারেক রহমানের তিনটি বক্তব্য নিয়ে বই’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত

Book Event 2দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনিটির মাঝে আনন্দের ঢেউ তুলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হল ‘তারেক রহমানের তিনটি বক্তব্য নিয়ে বই’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান। গত ২৩ মার্চ রোববার নিউইয়র্কে বাংলাদেশীদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটস-এর পালকি সেন্টারে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠান।


সন্ধ্যা ৮টায় পালকি সেন্টারে উপচে পরা দর্শক-শ্রোতাদেরকে প্রাথমিক বক্তব্যের মাধ্যমে শুভেচ্ছা জানান অনুষ্ঠানের সভাপতি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ আতিকুর রহমান সুললিত কণ্ঠে পবিত্র কোরআন পাঠ করেন। 


এরপর মাইক হাতে নেন অনুষ্ঠানের সঞ্চালক নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ। তার চমৎকার উপস্থপনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে অনুষ্ঠানের এক একটি পর্ব পরিচালিত হতে থাকে। স্টেজে আমন্ত্রণ জানান হয় শুধুমাত্র বিশেষ অতিথি এবং অতিথিবৃন্দকে। এ দৃশ্যটি ছিল সম্পূর্ণ ব্যাতিক্রম। অন্যান্য রাজনৈতিক দলের অনুষ্ঠানের থেকে সম্পূর্ণ ভিন্ন প্রক্রিয়ায় অনুষ্ঠিত তারেক রহমানের বক্তব্য নিয়ে বই-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান সকলের দৃষ্টি কাড়ে। অনুষ্ঠানের সভাপতিসহ কেউই স্টেজে চেয়ার দখল করে বসেননি বরং মূল আলোচনার সবটুকু সময় দেয়া হয় অনুষ্ঠানে আগত বিশেষ অতিথি, অতিথিবৃন্দ ও বক্তাদেরকে। 


বক্তৃতা পর্ব শুরুর পূর্বে ‘তারেক রহমানের তিনটি বক্তব্য নিয়ে বই’-এর সম্পাদকের পাতা থেকে ‘কয়েকটি বিশেষ কথা’ দর্শক-শ্রোতাদের উদ্দেশ্যে পাঠ করে শুনান যুক্তরাষ্ট্র তারেক রহমান আন্তর্জাতিক পরিষদের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর এম আলম। 


অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং যুক্তরাষ্ট্রে জাতীয়তাবাদী শক্তির সকলে মিলে সুরা ফাতেহা পাঠের মাধ্যমে ‘তারেক রহমানের তিনটি বক্তব্য নিয়ে বই’-এর মোড়ক উন্মোচন করা হয়। এ সময় পুরো অনুষ্ঠানে একটি স্বর্গীয় পরিবেশ পরিলক্ষিত হয়। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা: চৌধুরী মঞ্জুরুল হাসান, শিক্ষাবিদ ড: শওকত আলী, বিশিষ্ট চিকিৎসক ডা: চৌধুরী সারোয়ারুল হাসান, কলামিষ্ট ও থিংকট্যাংক ড: এস আই সেলি, কলামিষ্ট ও কমিউনিটি একটিভিস্ট আলী ইমাম শিকদার, বিএনপির সাবেক প্রয়াত সফল মহাসচিব ও ত্যাগী মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের সুযোগ্য পুত্র এ এইচ খন্দকার জগলু ও আরিফ আহমেদ আশরাফ প্রমুখ।


অনুষ্ঠানের পূর্বেই ‘তারেক রহমানের তিনটি বক্তব্য নিয়ে’ বই বিশেষ অতিথিবৃন্দকে সরবরাহ করায় তাঁরা উক্ত বই-এর উপর বিশদ আলোচনা করেন। বিশেষ অতিথিগণ তাঁদের বক্তব্যে তারেক রহমানের দূরদৃষ্টি সম্পন্ন বক্তব্যের কথা উল্লেখ করেন। তাঁদের বক্তব্যে বাংলাদেশী জাতীয়তাবাদের ‘শেষ কান্ডারী’ হিসেবে তারেক রহমানকেই চিহ্নিত করা হয়। অতিথি বক্তাগণ তারেক রহমানের বক্তব্যকে বাংলাদেশের আপামর জনগণের জন্যে দিক নির্দেশনা হিসেবে উল্লেখ করেন। 


বই-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপির আমরা সবাই-এর পক্ষ থেকে বক্তব্য রাখেন- কাজী সাখাওয়াত হোসেন আজম, জসীম উদ্দিন ভুইয়া, গোলাম ফারুক শাহীন, মাওলানা আতিকুর রহমান আতিক, খালেক আকন্দ, ভিপি আলমগীর, হাবিবুর রহমান সেলিম রেজা, আবু সুফিয়ান, এম এস আই শাহীন, আশরাফ হোসেন, রুহুল আমিন নাসির, নুরে আলম, মোহাম্মদ রইস উদ্দিন, সৈয়দা মাহমুদ শিরিন, নীরা রাব্বানী, ওয়াহিদ আলী মন্ডল, জীবন শফিক, মোহাম্মদ হাসান, আব্দুল মোতালেব, হোসেন মেম্বার, হুমায়ূন কবির, সাখাওয়াত হোসেন রাজু, আমজাদ হোসেন আমান, সাইদুর ইসলাম শাকিল, কামাল উদ্দিন, মোহাম্মদ মাহি, আবুল কালাম, মিজানুর রহমান, মোহাম্মদ আফলাতুল, মোহাম্মদ মাসুদ, আমজাদ হোসেন, তোফাজ্জল হোসেন, সালেহ আহমেদ, হোসেল আহমেদ তালুকদার, নুদরাত তাহসীন, মোহাম্মদ রেজাউল হক প্রমুখ।


অনুষ্ঠান চলাকালে লন্ডন থেকে বই-এর যুক্তরাজ্যের প্রকাশক কেন্দ্রীয় ছাত্রদলের সহ আন্তর্জাতিক সম্পাদক শফিকুল ইসলাম রিবলু এবং বই-এর বিশেষ সহযোগী ও লন্ডনে সাপ্তাহিক বাংলাদেশীর বুরোচীফ সাইফুল ইসলাম মিরাজ টেলিফোনে তাদের শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের উপস্থিত দর্শক-শ্রোতারা কড়তালির মাধ্যমে তাঁদেরকে শুভেচ্ছা জানান। 


অনুষ্ঠানে বড় পর্দায় প্রজেকশনের মাধ্যমে তারেক রহমানের সাম্প্রতিক তিনটি বক্তব্য দর্শক-শ্রোতাদের দেখানো হয়। স্থানীয় প্রিন্টিং এবং ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মত।


যুক্তরাষ্ট্রে বইটির সম্পাদনা ও প্রকাশনায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শরাফত হোসেন বাবু, জাহাঙ্গীর এম আলম, সজীম উদ্দিন ভুইয়া ও আরিফ আহমেদ আসরাফ। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির আমরা সবাই। সময়োপযোগী, বাস্তব পদক্ষেপ গ্রহণের জন্য অতিথিবৃন্দ এবং অনুষ্ঠানের সকলে শরাফত হোসেন বাবুকে আন্তরিক ভাবে অভিনন্দন জানান। 


রাত ১২টা পর্যন্ত উপচে পরা দর্শক-শ্রোতাদের উক্ত অনুষ্ঠানের সভাপতি শরাফত হোসেন বাবু সবাইকে বিশেষ ভাবে ধন্যবাদ জানানা এবং উপস্থিত বিশেষ অতিথি, অতিথি, সাংবাদিকবৃন্দ ও দর্শক-শ্রোতারা সকলে মিলে ‘প্রথম বাংলাদেশ আমরা শেষ বাংলাদেশ’ সঙ্গীত পরিবেশনের মাধ্যমে চমৎকার ও মনোমুগ্ধকর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Share this post

scroll to top
error: Content is protected !!