DMCA.com Protection Status
title="শোকাহত

শত্রু পানি পাচ্ছে ঠিকই , বন্ধু হয়েও বঞ্চিতঃ সংসদে জাতীয় পার্টির এমপি মাইদুল ইসলাম

image_83303_0তিনটি যুদ্ধের পর চির শত্রু পাকিস্তানের নদীতে পানি প্রবাহ বন্ধ করেনি ভারত। কিন্তু বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও পানি বন্ধ করে দিয়েছে তারা।

সোমবার সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন কুড়িগ্রাম-৩ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির এমপি মাইদুল ইসলাম।

তিনি বলেন, ‘ভারত তিনটি যুদ্ধের পরও পাকিস্তানের পানি প্রবাহ বন্ধ করেনি। কিন্তু বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও তারা আমাদের পানি বন্ধ করে দিয়েছে। আমাদের সাথে তাদের কোনো ঝগড়া বিবাদ নেই। আমরা তাদের কত সুযোগ সুবিধা দিই তারপর আমার পানি পাচ্ছি না, আমরা বঞ্চিত।’

মাইদুল ইসলাম বলনে, ‘ভারত থেকে আসা ৫৪টি নদীতে তারা বাঁধ দিয়ে একতরফা পানি প্রত্যাহার করে নিচ্ছে। অথচ ভাটির দেশ হিসেবে আমরা পানির ন্যায্য দাবিদার। এছাড়া ১৯৭২ সালে সম্পাদিত ইন্দিরা-মুজিব চুক্তিতে বলা হয়েছিল আমাদের পর্যাপ্ত পানি দেয়া হবে। কিন্তু পঁচাত্তর সালের পর ভারত পানি দেয়া বন্ধ করে দিল।’

ক্ষোভ ও দুঃখের সঙ্গে এ এমপি বলেন, ‘আজ পানির অভাবে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হতে চলেছে। অনেক নদী শুকিয়ে গেছে। পদ্মায় চর জেগেছে, সুন্দরবন ধ্বংস হয়ে যাচ্ছে।’

কয়েক বছর পর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। এর আগেই প্রধানমন্ত্রীর দিকে নির্দেশনায় পানি সম্পদ মন্ত্রীকে এ বিষয়ে উদ্যোগ নেয়ার দাবি জানান তিনি। এ জন্য উজানের দেশ চীনের সহযোগিতা নেয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

Share this post

scroll to top
error: Content is protected !!