DMCA.com Protection Status
title="শোকাহত

অবশেষে বহুল প্রতিক্ষিত সুইজারল্যান্ডের জুরিখ সিটি বিএনপির কমিটি গঠিত হলোঃ

left_147789148_1394115826অবশেষে ত্যাগী ও নিবেদিত নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত হলো বহুল প্রতিক্ষিত  জুরিখ সিটি বিএনপির নতুন কমিটি। আর এ কমিটি ঘোষনার মধ্য দিয়ে সুইজারল্যান্ড বিএনপি রূপ নিল একটি শক্তিশালী বাংলাদেশী সংগঠনের।

গত সপ্তাহে জুরিখে সুইজারল্যান্ড বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে এক সাধারন সভায় সর্বসম্মতিক্রমে আসলাম বিল্লালকে সভাপতি, কামাল সরকারকে সহ সভাপতি, মাহবুবুর রহমান অসীমকে সাধারণ সম্পাদক, মোঃমাসুদ সাংগঠনিক সম্পাদক ও মারুফ রহমানকে করে ৫১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কার্যকরী পরিষদ গঠন করা হয়। জেনেভা ও জুরিকসহ সুইজারল্যান্ডের বিভিন্ন শহর থেকে বিএনপি ও এর অংগ সংগঠনের নেতাকর্মীরাও এ সাধারন সভায় যোগদান করেন।

সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় বিএনপির যুগ্ম আহবায়ক ও সুইজারল্যান্ড বিএনপির সভাপতি সহিদ হোসেন খোকন এবং প্রধান বক্তা ছিলেন সুইজারল্যান্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ কবীর মোল্লা।

এতে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সুইজারল্যান্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ আনোয়ার, দেলোয়ার হোসেন, স্থানীয় যুবদলের নেতা সিরাজুল ইসলাম সেরূ, চঞ্চল মাতব্বর, মাসুদ পারভেজ প্রমুখ।

Share this post

scroll to top
error: Content is protected !!