DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

নিখোঁজ মালয়ী বিমানটি নিয়ে ফেসবুক ও টুইটারে বিপজ্জনক প্রতারণাঃ

image_82535_0মানুষের আবেগকে পুঁজি করে অসাধু ব্যবসা ফেঁদে বসার ইতিহাস খুব পুরনো। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সঙ্গে অসাধুদের বহুবিধ প্রতারণা বাণিজ্য আরো বেড়ে গেছে, তৈরি হয়ে গেছে লোক ঠকানোর নিত্য নতুন উপায়।

সম্প্রতি নিখোঁজ মালয়েশিয়ার বিমানটিকে ঘিরে যখন মানুষের মধ্যে তীব্র শোক আর উৎকণ্ঠা বিরাজ করছে- তখন অনলাইনে ন্যক্কারজনক ফাঁদ পেতে ইস্যুটিকে ব্যবহার করছে সাইবার ক্রিমিনালরা।

অন্তর্জালের যে কোনো পাতায়- মানুষ যখন নিখোঁজ বিমান সম্পর্কিত নতুন কোনো শিরোনাম দেখলেই ঝাঁপিয়ে পড়ছে, তখন আকর্ষণীয় সব শিরোনাম তৈরি করে, ভিডিও লিংক দিয়ে- আড়ালে এমন একটি এক্সিকিউটিভ ফাইল রেখে দেয়া হচ্ছে- যেখানে ক্লিক করা মাত্রই ওই গ্রাহকের ব্যক্তিগত সব তথ্য, ব্যবহারকারীর ইন্টারনেট প্রোটকল (আইপি) নম্বরসহ পৌঁছে যাচ্ছে সাইবার ক্রিমিনালদের হাতে।

আর এটা ভবিষ্যতে পরিচয় আড়াল করে কোনো অপরাধ সংঘটিত করার জন্যে তাদের অনুকূল সুযোগ তৈরি করে দিচ্ছে। সেইসঙ্গে ছড়িয়ে পড়ছে কম্পিউটারের জন্যে ক্ষতিকর সব স্প্যাম।

যে সমস্ত শিরোনাম দিয়ে আকৃষ্ট করা হচ্ছে-

'(BREAKING NEWS) Malaysia Plane Crash into Vietnam sea MH370 Malaysia Airlines is found!'

 'Missing Malaysia Airlines Flight MH370 plane found in Bermuda Triangle'

 'Shocking Video: Malaysian Airlines missing flight MH370 found at sea,

 'Malaysian Airplane MH370 Already Found. Shocking Video Release Today by CNN

 'Plane has been spotted somewhere near Bermuda triangle. Shocking videos released today. CNN news.'

এ ধরনের অসংখ্য ভুয়া লিংক এ মুহূর্তে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ও টুইটারে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে এমন ভিডিও লিংক দেয়া হচ্ছে

এর আগেও ইন্দোনেশিয়া ও জাপানের সুনামি, ফিলিপাইনের ঘূর্ণিঝড় হাইয়ান, বোস্টন বোমা হামলা প্রভৃতি মর্মস্পর্শী ও গুরুত্বপূর্ণ ঘটনাকে পুঁজি করে সাইবার ক্রিমিনালদের ব্যাপক অপতৎপরতা লক্ষ্য করা গেছে।

Share this post

scroll to top
error: Content is protected !!