DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

এশিয়ান গেমস হকি বাছাই পর্বঃ সিঙ্গাপুরকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ

image_82380_0ইসলামি ব্যাংক এশিয়ান গেমস হকি বাছাই পর্বে সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপের শীর্ষে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ২-০ গোলের জয় পায় লালসবুজের প্রতিনিধিরা।

খেলার ৪ মিনিটে অভিজ্ঞ খেলোয়াড় শেখ মোঃ নান্নুর ঠেলে দেয়া বলে পুস্কর ক্ষিসা মিমোর প্লেসিং অল্পের জন্য বাইরে চলে যায়।  ২১ মিনিটে স্বাগতিকদের রক্ষা করেন গোলরক্ষক অসীম গোপ। সিঙ্গাপুরের অলিফ আব্দুল লতিফের ডিফেন্স ভেঙ্গে ঢুকে নেয়া হিট আটকে দেন অসীম।

প্রথমার্ধ শেষ হবার দুই মিনিটে আগে সিঙ্গাপুরের গোলরক্ষক সুরেশকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন বাংলাদেশের ফরোয়ার্ড কৃষ্ণ। প্রথমার্ধে সমতা নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

৪০ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন কৃষ্ণ। একক প্রচেষ্টায় সিঙ্গাপুরের রক্ষণ দেয়াল ভেদ করে এই ফরোয়ার্ড নিঁখুত পুশে লক্ষ্যভেদ করেন। ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন লালসবুজ দলের অধিনায়ক চয়ন। দলের চতুর্থ পেনাল্টি কর্নার থেকে গোলটি করেন এই পেনাল্টি স্পেসালিস্ট। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের কৃষ্ণ কুমার। ম্যাচ শেষে ফরোয়ার্ড কৃষ্ণ কুমার বলেন, ‘ম্যাচের প্রথমে ভাবিনি সেরার পুরস্কার পাবো। চেষ্টা ছিল ভালো খেলার। ব্যাক্তিগত পুরস্কারের চেয়ে দল জেতাটাই আমার কাছে বড়। তারপরও বলবো আমি অনেক খুশি।

এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে বি গ্রুপের শীর্ষে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। অন্য দিকে সিঙ্গাপুরের সংগ্রহ ৩ পয়েন্ট।

Share this post

scroll to top
error: Content is protected !!