DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

নারীঘটিত সমস্যায় পড়েছে গুগল

image_81528_0জানের বন্ধু সেরগেই ব্রিনের সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছেন ল্যারি পেজ। এই দুই প্রযুক্তিবিদ বন্ধুর সম্পর্কের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়েছে এক তরুণী।

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সেরগেই ব্রিন। পেজ বর্তমানে গুগলের প্রধান নির্বাহী আর ব্রিন অংশীদার। গুগল প্রতিষ্ঠার পর থেকেই একসঙ্গে অত্যন্ত হৃদ্যতার সঙ্গে কাজ করে আসছেন এই দুই প্রযুক্তিবিদ। কিন্তু হঠাৎ এই মধুর সম্পর্কের মাঝে গরল ঢেলে দিয়েছে গুগলেরই একটি প্রকল্পের নারীকর্মী।

ব্যাপারটি আর কিছুই না। গুগল গ্লাস প্রকল্পের কর্মকর্তা আমান্ডা রোজেনবার্গ (২৭), তার সঙ্গে তলে তলে ব্রিনের ঘনিষ্ঠতা ছিল এটা জানতেন না স্ত্রী অ্যান ওজকিকি। বিষয়টি টের পেয়েই গত বছর ব্রিনের সঙ্গে সম্পর্কের ইতি টানেন তিনি।

কিন্তু সেরগেই ব্রিন কখনোই এ সম্পর্কের কথা স্বীকার করেননি। সম্প্রতি থলের বিড়াল বেরিয়ে গেছে। আর স্ত্রীর সঙ্গে বন্ধুর এ বিশ্বাসঘাতকতার খবর জেনে চরম ক্ষুব্ধ হয়েছেন পেজ। বন্ধুর সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছেন।

ওজকিকিও মনে খুব কষ্ট পেয়েছেন। কারণ তিনি সহকর্মী হিসেবে রোজেনবার্গকে খুবই কাছের বন্ধু ভাবতেন। আর অনেক ব্যক্তিগত সমস্যায় তার পরামর্শও নিয়েছেন। সেই বান্ধবী তার এতোবড় সর্বনাশ করেছে!

অ্যান রোজেনবার্গ

এদিকে রোজেনবার্গও নাকি ব্রিনের এমন আচরণে খুবই শকড। তিনি এখন চরম বিষণ্ণতায় ভুগছেন। এ বছরের প্রথম দিকে চিকিৎসকের শরণাপন্নও হয়েছিলেন।

Share this post

scroll to top
error: Content is protected !!