DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

ইন্টারনেট ব্যবহারে স্বাধীন কিউবির গ্রাহকরা

image_82095_0স্বাধীনতার মাসে অবাধ স্বাধীনতা পাচ্ছেন ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিউবি গ্রাহকরা। পুরো মার্চ মাস জুড়ে যত খুশি তত ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিচ্ছে কিউবি।

কিউবির যেসব গ্রাহক মাস-ভিত্তিক ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করেন তারা স্বাধীনতার মাসে এই বিশেষ অফার উপভোগ করতে পারবেন। গ্রাহক যে প্যাকেজই ব্যবহার করুক না কেন, স্বাধীনতার এই মাসে গ্রাহককে ইন্টারনেট প্যাকেজের ব্যবহার সীমা উন্মুক্ত করেছে কিউবি।

এছাড়াও যারা কিউবি প্রি-পেইড সার্ভিস ব্যবহার করেন, তাদের জন্য ১৬ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত বিশেষ সুযোগ থাকছে। প্রতি ৭শ, ৪শ এবং ১শ টাকা প্রি-পেইড সার্ভিসের বিপরীতে ২শ ভাগ, ১শ ভাগ এবং ৫০ ভাগ অতিরিক্ত ব্যবহারের সুযোগ পাবেন।

কিউবির  ব্র্যান্ডস অ্যান্ড কমুনিকেশন্স হেড তাসনিম আইয়ুব বলেন, ‘আমরা সব সময় উদ্ভাবণের দিকে খেয়াল রাখছি এবং এই বিশেষ উপহার দেয়ার মাধ্যমে নতুন ধারা উপস্থাপন করছি। আমরা চাই যেন আমাদের গ্রাহকরা সব সময় আনন্দের সাথে সেবা পেতে পারেন। আমাদের ইন্টারনেট স্পিড, কাভারেজ এবং সব ধরনের সেবার মান এখন আগের তুলনায় অনেক উন্নত। গ্রাহকরা তাদের ব্যবহার সীমা নিয়ে একদমই চিন্তিত হতে হবে না। গ্রাহকরা যত খুশি চান, তত ব্যবহার করুন, স্বাধীনভাবে স্বাধীনতার মাসে। থ্রিজি, ওয়াইম্যাক্স বা ফোর জি ইন্টারনেট সেবা দাতার প্রতিষ্ঠানের মধ্যেও আমরাই প্রথম এমন অবারিত সুযোগ দিতে পেরেছি।’

Share this post

scroll to top
error: Content is protected !!