DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

আনসারদের হামলায় সাংবাদিক দম্পতি আহত

image_81706_0রাজধানীর শ্যামলী এলাকায় কয়েকজন আনসারের হামলায় গুরুতর আহত হয়েছেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক তৌহিদ শান্ত এবং তার স্ত্রী বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক সাজেদা সুইটি।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে আশা টাওয়ারের পাশে পল্লী পিকেএসফের প্রশিক্ষণ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
তৌহিদ শান্ত দৈনিক প্রথম বাংলাদেশকে  জানিয়েছেন, পিকেএসএফের প্রশিক্ষণ কার্যালয়ের সামনে স্ত্রী সুইটি ফোনে নিউজ দিচ্ছিলেন। এ সময় সেখানে কর্তব্যরত আনসার সদস্যরা তাকে উত্যক্ত করছিল। তার প্রতিবাদ করায় শান্ত এবং সুইটিকে তারা শারীরিকভাবে লাঞ্ছিত করে।

শান্ত-সুইটি নিজেদের সাংবাদিক পরিচয় দিলেও রক্ষা পাননি। টেনে হিঁচড়ে শান্তকে ভবনের ভেতর নিয়ে আনসার সদস্যরা নির্যাতন চালায়। এসময় সুইটির চিৎকারে সাধারণ মানুষ তাদের উদ্ধার করে।

হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে দৈনিক প্রথম বাংলাদেশকে  জানান সাজেদা সুইটি।

এ ঘটনায় সংবাদকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরাধ বিষয়ক প্রতিবেদকদের সংগঠন ক্র্যাবের সাধারণ সম্পাদক আবু সালেহ আকন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

তিনি দৈনিক প্রথম বাংলাদেশকে বলেন, ‘অতীতেও বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে।’

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট জাহানারা পারভীন দৈনিক প্রথম বাংলাদেশকে বলেন, ‘এটা একটা ন্যাক্করজনক ঘটনা। সংবাদকর্মী কেন,  কোনো নাগরিকের সঙ্গে এই ধরনের আচরণ করতে পারে না।’ দোষীদের বিচার দাবি করেন তিনি।

এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক দৈনিক প্রথম বাংলাদেশকে  বলেন, ‘ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ফিরে এলে বিস্তারিত জানা যাবে।’

Share this post

scroll to top
error: Content is protected !!