DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

আবার মধ্যযুগীয় গ্রেফতার অভিযান শুরুঃবিএনপি নেতা খন্দকার মোশাররফ গ্রেফতার।

BNP-hafajat-140দৈনিক প্রথম বাংলাদেশ এক্সক্লুসিভঃ   দুদকের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডঃ খন্দকার মোশাররফ হোসেনকে তার গুলশানের বাসভবন থেকে মাত্র কিছুক্ষন পূর্বে আটক করেছে পুলিশ।আদালতের বৈধ আদেশ কিংবা গ্রেফতারী পরওয়ানা ছাড়াই বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব আজ রাত দশটার পরপরই  তার গুলশানের বাসভবন ঘিরে ফেলে এবং জনাব মোশাররফকে গ্রেফতার করে গুলশান থানায় নিয়ে যায়।এ ঘটনায় তীব্র নিন্দা ও অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত মহাসচিব  মির্যা ফখরুল ইসলাম আলমগীর।জনবিচ্ছিন্ন ও সমর্থনহীন এই ফ্যাসিস্ত সরকার বিএনপির প্রতি জনগনের নিরব সমর্থনে ভীত হয়ে এধরনের মিথ্যা মামলা দায়ের করে বিএনপি শীর্ষ নেতাদের অন্তরিনের হীন প্রচেষ্টা চালাচ্ছে বলে বেগম জিয়া তার প্রতিক্রিয়ায় জানান।

Share this post

scroll to top
error: Content is protected !!