DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

এ বছরই লুলিয়াকে বিয়ে করছেন সালমান খান

image_114777হাজারো মানুষের জমে থাকা একটি প্রশ্ন বোধহয় এবার শেষ হতে চলেছে। শুধু ভক্তরাই নয়, পরিবার, বন্ধুমহলসহ সবার বেলায়ই। '৪৮ বছর বয়সী বলিউড টাইগার এখনও অবিবাহিত কেন?' এই প্রশ্ন শুনতে শুনতেও কান প্রায় ঝালাপালা হয়ে গেছে সালমানের। শাহরুখ, আমির থেকে শুরু করে সবাই জানতে চান কেন সালমান খান বিয়ে করছেন না। এবার সব জল্পনা-কল্পনা খতম করে সালমান খান বিয়ে করতে যাচ্ছেন, এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি। নিজের বিয়ে প্রসঙ্গে সম্প্রতি আবারও প্রশ্নের সম্মুখীন হয়ে তিনি বলেন, 'আমি ট্রানজিট পর্বে রয়েছি, ভালোই লাগছে। বেশ এনজয় করছি। এই প্রথম মনে হলো যে দীর্ঘশ্বাস ফেলার পরিবেশ পেয়েছি, সময়ও এসেছে। শীঘ্রই কিছু একটা ঘটতে চলেছে আমার জীবনে।'

পাত্রী সম্পর্কে সালমান খান বলেন, 'আমি মুসলিম, খ্রিস্টান ধর্মকে পছন্দ করি। আমার বাবা পাঠান, মা হিন্দু। দ্বিতীয় মা ক্যাথালিক, আমার এক আত্মীয় পাঞ্জাবি। তাই ভাবছি আমার স্ত্রীকে এসব ধর্মের বাইরে থেকেই আনব। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই লুলিয়া ভেঞ্চারের সঙ্গে সালমানের নতুন প্রেমের কথা চলছে। তারা দু'জন একসঙ্গে বিভিন্ন পার্টিতে অংশগ্রহণও করেন। সালমানের শুটিংয়ের সেটে প্রায়ই উপস্থিত থাকতে দেখা যায় লিলুয়াকে। তাই সবার ধারণা সালমান হয়তো লুলিয়াকেই বিয়ে করছেন।

Share this post

scroll to top
error: Content is protected !!