DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কানাডা পার্লামেন্টে অচিরেই পূর্ন শূনানি হবেঃ ম্যাথিউ ক্যালওয়ে,এমপি,বাংলাদেশ ককাস চেয়ারম্যান।

image.php1374782_10202464915806480_242033116_nআজ অপরান্হে কানাডার রাজধানী অটোয়ার পার্লামেন্ট ভবনে কানাডার জাতীয় সংসদের বাংলাদেশ ককাসের চেয়ারম্যান জনাব ম্যথিউ ক্যালওয়ে,এমপি এবং কানাডা বিএনপির সভাপতি জনাব ফায়সাল আহমেদ চৌধুরীর মধ্যে এক জরুরী বৈঠক অনুস্ঠিত হয়।বৈঠকে জনাব ফায়সাল বাংলাদেশের বর্তমান ভয়াবহ মানবাধিকার পরিস্থিতির বিবরন দিয়ে গুম,খুন,বিচার বহির্ভুত হত্যা এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের মতো কর্মকান্ড বন্ধে কানাডার সর্বাত্বক সহযোগিতা কামনা করেন।জনাব ফায়সাল সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্মম নির্যাতন,সহিংসতা ও হামলার তীব্র নিন্দা জানান।এছাড়াও তিনি অনতিবিলম্বে নিরপেক্ষ এবং সবদলের অংশগ্রহনমূলক একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানে কানাডার দাবীর সাথে একাত্বতা জানিয়ে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।প্রত্তুত্যরে বাংলাদেশ ককাস চেয়ারম্যান জনাব ম্যাথিউ এমপি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবস্থার আশু উন্নয়নের জন্য সম্ভাব্য সব কিছু করার প্রতিশ্রুতি দেন।তিনি বলেন কানাডার সংসদের বাংলাদেশ ককাসের সদস্য সন্মানিত এমপি গন বাংলাদেশের শুভাকাংখী হিসাবে নিরব ভূমিকা পালন করতে পারেন না এবং তারা এহেন ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশের জনগনের স্বার্থে কানাডা ও বিশ্ব জনমত গড়ে তোলার কাজ করবেন বলে জানান।এছাড়াও বাংলাদেশের দ্রুত বর্ধনশীল তৈরী পোষাক শিল্পের বিভিন্ন সমস্যা সমাধানে কানাডা সরকারের সহযোগিতা আদায়ের জন্য চেষ্টা করে যাবেন বলে জানান।পরিশেষে জনাব ফায়সাল আহমেদ চৌধুরীর উপস্থাপিত সুপারিশ মালার আলোকে বাংলাদেশের উপর সার্বিক আলোচনার জন্য সংসদের পূর্ন শুনানী অনুষ্ঠান আয়োজনের প্রচেষ্টা নেবেন বলে তাকে আশ্বস্থ করেন।জনাব ফায়সাল বাংলাদেশী কানাডিয়ান এবং বাংলাদেশের জনগনের পক্ষ থেকে জনাব ম্যাথিউ ক্যালওয়ের প্রতি স্বশ্রদ্ধ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।তিনি বাংলাদেশ ককাসের সন্মানিত সদস্যগন কে বাংলাদেশ সফরের আমন্ত্রন জানালে জনাব ম্যাথিউ এমপি তা সাগ্রহে গ্রহন করেন এবং অচীরেই বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন।

Share this post

scroll to top
error: Content is protected !!