ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তার স্বচ্ছ ও সুষ্ঠু সমাধান নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের–এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘যারা ব্যালট পেপার ছাপিয়েছে, তারা এ বিষয়ে সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে। যাতে করে ভবিষ্যতে এ নিয়ে আর কোনো প্রশ্ন না ওঠে।’
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জমি বরাদ্দ দাতা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় হাসপাতাল ক্যাম্পাসে আয়োজিত শোকসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ ভাঁজের মধ্যে পড়ছে এমন অভিযোগ তুলে আমীর খসরু বলেন, ‘কেন এ জায়গায় পড়েছে, তার উত্তর কমিশনই দিতে পারবে। আমি আশা করি, শুধু উত্তর নয়, এটার প্রতিকারও তারা করবেন। যাতে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন না আসে।’
তিনি বলেন, ‘বিএনপি একটি সুষ্ঠু নির্বাচন চায়। বাংলাদেশের মানুষ গত ২০ বছর ধরে ভোট দিতে পারেনি। তারা প্রতিনিধি নির্বাচন করতে পারেনি। আজ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য, তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য।’
প্রার্থীদের নিরাপত্তাহীনতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘নিরাপত্তাহীনতার প্রশ্ন যদি থাকে, তাহলে এর দায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিতে হবে। আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা করব।’
আমীর খসরু বলেন, ‘দেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ ও জনগণের কাছে দায়বদ্ধ সরকার চায়। মানুষ এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি চায়। তার একমাত্র পথ হচ্ছে নির্বাচিত সরকার। নির্বাচন যত বেশি সুষ্ঠু হবে, জনগণের অধিকার তত বেশি নিশ্চিত হবে।’
খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো আপস করেননি। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। নিজের জীবনের সবকিছু বিসর্জন দিয়ে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।’
আমীর খসরু আরও বলেন, ‘মৃত্যুর পর দেশবাসী যে ভালোবাসা ও সম্মান প্রদর্শন করেছে, তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। দেশের ইতিহাসে এত বড় জানাজা আর কখনো হয়নি। এমনকি পৃথিবীর ইতিহাসেও এটি অন্যতম বৃহৎ জানাজা হিসেবে বিবেচিত হয়েছে।’


