জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার কারামুক্ত

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াত নেতা আশরাফুল আলম ইমন। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান।

আশরাফুল আলম ইমন বলেন, গোলাম পরওয়ার কারাগার থেকে মুক্ত হয়ে শুক্রবার দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন।

২০২১ সালের ৬ সেপ্টেম্বর ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে একাধিক মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয় পুলিশ। এরপর থেকে কারাগারে আটক ছিলেন তিনি।

Share this post

scroll to top