জন্মদিনে ড. ইউনূসকে তারেক রহমানের ফুলেল শুভেচ্ছা

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ৮৬তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় তারেক রহমানের পক্ষে ফুলের তোড়া ও কেক নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

উপহার গ্রহণ করেন প্রধান উপদেষ্টার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌসী হাসান সেলিম। জন্মদিনে তারেক রহমানের উপহার পেয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা।

Share this post

scroll to top