DMCA.com Protection Status
title=""

ভ্রাতৃত্ববোধ-সম্প্রীতি-শৃঙ্খলার চর্চা করতেই ‘অলিম্পিক ডে’ রানের আয়োজন: সেনাপ্রধান

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, একতা ও শৃঙ্খলার চর্চা করতেই অলিম্পিক ডে রানের আয়োজন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সকালে জাতীয় স্টেডিয়ামে অলিম্পিক ডে রান-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সেনাপ্রধান জানান, খেলাধুলায় উৎসাহিত করতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে বছর ব্যাপী বিভিন্ন শারীরিক কার্যক্রম করা হবে। এরইমধ্যে বিভাগীয় শহরে বিভিন্ন অনুষ্ঠান করা হচ্ছে।

তিনি এও বলেন, সারাদেশে খেলাধুলাকে ছড়িয়ে দিয়ে শরীরচর্চা অব্যাহত রাখতে হবে। দিন দিন ঢাকায় মাঠের সংখ্যা কমে যাচ্ছে। যার কারণে খেলাধুলার জায়গা নেই। এজন্যই এই ধরণের কার্যক্রম চালু রাখা হবে বলেও জানান সেনাপ্রধান।

Share this post

scroll to top
error: Content is protected !!