প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন নাহিদ ইসলাম

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 
বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তিনি সাক্ষাৎ করেছেন। এনসিপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

দলটির একাধিক সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম যমুনায় প্রবেশ করেন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে পারেন, তবে সুনির্দিষ্ট করে বলা যাবে না, ঠিক কোন বিষয়ে আলোচনা করেছেন। আমাদের দলীয় ফোরামের মিটিংয়ে হয়তো তিনি দলকে বিষয়টি নিয়ে অবগত করবেন। 

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়টি নাহিদ ইসলামও নিশ্চিত করেছেন। তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

এদিকে সন্ধ্যায় উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন।

Share this post

scroll to top