DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

ভারতের বিচারকাজ শেষ না হওয়ায় পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনা যাচ্ছে না : দুদক আইনজীবি

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ভারতের আদালতে বিচারকাজ শেষ না হওয়ায় অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় ২২ বছরের সাজাপ্রাপ্ত গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার ওরফে পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনা যাচ্ছে না। এমনটিই জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এদিন, পিকে হালদারের দুর্নীতিতে সহযোগিতা করায় বান্ধবী অনিন্দিতা মৃধা ও তার বাবা সুকুমার মৃধার সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তারা। তবে তাদের সাজা বাড়ানোর বিষয়ে দুদক আবেদন করবে বলেও জানিয়েছেন আইনজীবী খুরশীদ আলম।

গত বছরের ৮ অক্টোবর দুর্নীতি মামলায় গ্লোবাল ইসলামী তথা সাবেক এনআরবি গ্লোবাল ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারকে ২২ বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়া মামলার ১৩ আসামির প্রত্যেককে ৭ বছর করে কারাদণ্ড দেন ঢাকার দশম বিশেষ জজ আদালত। পিকে হালদারের দুর্নীতির কোনো মামলায় এটিই ছিল প্রথম রায়।

Share this post

scroll to top
error: Content is protected !!