শনিবার মিছিলের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির চিঠি

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আগামী শনিবার ঢাকায় কালো পতাকা মিছিলের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দিয়েছে বিএনপি।

মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই চিঠি দেয়া হয়।চিঠিতে বলা হয়েছে, আগামী শনিবার দুপুর ২টায় বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।

মিছিলটি নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ মোড় হয়ে মগবাজার মোড় গিয়ে শেষ হবে।
উল্লিখিত তারিখ ও সময়ে অনুষ্ঠিতব্য কালো পতাকা মিছিলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও চিঠিতে বলা হয়।

Share this post

scroll to top