DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

‘যারা নৌকা প্রতীকে ভোট দেবেন না তারা ঘরে বসে থাকবেন’

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ যারা নৌকা প্রতীকে ভোট দেবেন না তাদেরকে ঘরে বসে থাকার হুঁশিয়ারি দিয়েছেন নাটোর জেলা তাঁতী লীগের সভাপতি মশিউর রহমান। একই সময় সদর উপজেলার কাফুরিয়ায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম বিএনপি’র কারও ভোট দেয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন। শুক্রবার সন্ধ্যায় নাটোর সদর উপজেলা চাঁদপুর এলাকায় নির্বাচনী পথসভায় বক্তব্য দেয়ার সময় তারা এসব কথা বলেন। তাদের এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নাটোর জেলা তাঁতী লীগের সভাপতি মশিউর রহমান বলেন, ‘আমাদের মধ্যে কিছু মোস্তাক চক্র রয়েছে। যারা আমাদের দলের মধ্যে থেকে, আমাদের সঙ্গে ঘুরে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন সুবিধা নিয়ে, শিমুল এমপি’র উন্নয়ন সুবিধা নিয়ে তারা এমপি শিমুলের বিরুদ্ধে ভোটে লিপ্ত হয়েছে, বিভিন্ন বিরোধী দলের পক্ষে। আমরা তাদেরকে বলে দিতে চাই, আপনারা সতর্ক হয়ে যান। শিমুল এমপি’র নৌকা প্রতীক ছাড়া আপনারা কাউকে ভোট দিতে পারবেন না। যারা আওয়ামী লীগ করবেন, আওয়ামী লীগের সুবিধা নিবেন নৌকা প্রতীকে তাকেই ভোট দিতে হবে। যারা নৌকা প্রতীকে ভোট দেবেন না তারা ঘরে বসে থাকবেন। আমি তাদের (নৌকা বিরোধের) উদ্দেশ্যে বলতে চাই- লাফালাফি করে লাভ নেই, চিৎকার দিয়ে লাভ নেই।

তার বক্তব্য শেষ হলে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, “আমরা আপনাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, বিএনপি আপনারা নির্বাচনে আসেননি, আপনাদের ধানের শীষ কোনো প্রতীক নেই, ভোট দেয়ার কোনো অধিকারও আপনাদের নেই।


আপনারা হাতে চুড়ি পরে ঘরে বসে থাকুন। অন্যথায় যদি আপনাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নেয়া শুরু হয় তাহলে বুঝতে পারবেন যে সেই আখেরি দিন চলে এসেছে এবং আপনাদের ধ্বংস আমরা করেই ছাড়বো, ইনশাআল্লাহ।” আমরা বলতে চাই ৭ তারিখ জননেত্রী শেখ হাসিনার প্রতীক, উন্নয়নের প্রতীক, আলহাজ শফিকুল ইসলাম শিমুলের প্রতীক নৌকার বিজয় আসবেই, আসবে। আপনারা বিভ্রান্ত হবেন না।

এ বিষয়ে নাটোর-২ আসনের ট্রাক মার্কা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকার বলেন, ‘ভোটারদের হুমকি দিয়ে কোনো লাভ হবে না। ভোটাররা অবশ্যই ভোটকেন্দ্রে যাবে। কিন্তু যারা হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ দেয়া সত্ত্বেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।’ সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, কিছুক্ষণ আগে ভিডিওটা আমার নজরে এসেছে, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share this post

scroll to top
error: Content is protected !!