DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

তত্ত্বাবধায়ক সরকার ইস্যু মৃত,এ নিয়ে আন্দোলন করে কোনো লাভ নেইঃদীপু মনি

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ মিডনাইট হাসিনা সরকারের  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যু এখন মৃত। এ মৃত ইস্যু নিয়ে বিএনপির রাস্তায় নামা কতটা সঠিক তা তাদের ভেবে দেখতে হবে। তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বিতর্কিত এবং নষ্ট করে পঁচিয়ে ফেলেছে বিএনপি। 

চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে শনিবার দুপুরে অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, বিএনপি তাদের আজ্ঞাবহ তত্ত্বাবধায়ক সরকার তৈরি করতে গিয়ে বিচারপতিদের বয়সসীমা বাড়িয়ে পুরো ব্যবস্থাকেই ধ্বংস করেছে। এরপর তত্ত্বাবধায়ক ব্যবস্থা সর্বোচ্চ আদালত এবং জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। বিএনপির এখন আর কোনো ইস্যু নেই। তাই মৃত ইস্যু নিয়ে এখন আন্দোলন করে লাভ নেই।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা।

Share this post

scroll to top
error: Content is protected !!