DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

এক বছরের জেল হলো ভারতের সাবেক জাতীয় ক্রিকেটার এবং রাজনীতিবীদ সিধু

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ৩৪ বছর আগের এক অপরাধের জন্য অবশেষে শাস্তি পেলেন ভারতের সাবেক জাতীয় ক্রিকেটার, রাজনীতিবিদ ও টেলিভিশন ব্যক্তিত্ব নভোজিৎ সিং সিধু। তাকে এক বছরের জেল দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

১৯৮৮ সালে পাটিয়ালাতে এক লোকের সঙ্গে রাস্তায় বাদানুবাদে জড়িয়ে পড়েন সিধু ও তার বন্ধু রুপিন্দার সিং। এক পর্যায়ে গুরনাম সিং নামের সেই ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন তারা। পরবর্তীতে এই মারের আঘাতে মৃত্যুবরণ করেন গুরনাম নামের সেই ব্যক্তি।

পরবর্তীতে গুরনামের পরিবার মামলা করলে মাত্র ১ হাজার রুপি জরিমানা দিয়ে বেঁচে যান সিধু। তবে মামলাটি তখনও নিষ্পত্তি হয়নি। দেশটির সুপ্রিম কোর্ট ২০১৮ সালে পুনরায় মামলাটি পুনরুজ্জীবিত করে।

অবশেষে বৃহস্পতিবার সেই আলোচিত মামলার রায় হলো। রায়ে আদালত এক বছরের জেল দিয়েছেন ভারতের হয়ে ১৬ বছরের ক্যারিয়ারে ৫১ টেস্ট এবং ১৩৬ ওয়ানডে খেলা সিধুকে।

Share this post

scroll to top
error: Content is protected !!