বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরামে শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ গতকাল ২৮শে মে,শুক্রবার রাতে বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য ফোরামের উদ্যোগে , বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপি সরকারের সাবেক মন্ত্রী, বৃহত্তর কুমিল্লা জেলার কৃতি সন্তান, বিএনপির স্হায়ী কমিটির সন্মানিত সদস্য ডঃ খন্দকার মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান,বিএনপির সাবেক সাংসদ,দানবীর জনাব মোফাজ্জল হোসেন কায়কোবাদ, দাদা ভাই।

 এছাড়াও বিশেষ অতিথির আসন গ্রহণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান মোহিত।

সভাপতিত্ব করেন, ক্যাপ্টেন (অবঃ) মারুফুর রহমান রাজু, আহবায়ক, বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য ফোরাম।  সার্বিক পরিচালনায় ছিলেন জনাব এস, এম, হারুন রশিদ, সদস্য সচিব , বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য ফোরাম।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জনাব মারুফ হোসেন, যুগ্ম সদস্য সচিব ,বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য ফোরাম।

জুম ব্যবস্থাপনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন, জনাব সুমন শাকিল, যুগ্ম সদস্য সচিব। বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য ফোরাম।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ নোমান।

অনুষ্ঠানে সমগ্র বিশ্বের বিভিন্ন দেশ হতে বিপুল সংখ্যক বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য ফোরামের সন্মানিত নেতৃবৃন্দ যোগদান করেন এবং দোয়ায় শামিল হন।

আলোচনা সভায় প্রধান অতিথি সহ সকল বক্তারা শহীদ জিয়ার আদর্শে উজ্জিবিত হয়ে ফ্যাসিস্ত হাসিনাকে উৎখাত করেই বাংলাদেশের গনতন্ত্র এবং দেশের জনগনকে মুক্ত করার উপর গুরুত্বারোপ করেন।

 

Share this post

scroll to top