DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

মহান মে দিবসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বানী।

 

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আজ মহান মে দিবস ২০২১ উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেনঃ 

মহান মে’ দিবস উপলক্ষে আমি দেশ-বিদেশে কর্মরত সকল বাংলাদেশী শ্রমিক-কর্মচারীসহ সারা বিশ্বের সকল মেহনতী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

১৮৮৬ সালের এই দিনে উত্তর আমেরিকার শ্রমজীবি জনগণ দৈনিক ৮ ঘন্টা কাজ,ন্যায্য মুজুরী ও শোভন জীবনের জন্য যে ঐক্যবদ্ধ আন্দোলনের সূচনা করেছিলেন এবং তার পরবর্তী দিনগুলোতে জীবন দিয়ে যে লড়াই সফল করেছিলেন-তারই স্বীকৃতি হিসাবে আজ বিশ্বব্যাপী “১লা-মে” মহান মে’দিবস হিসাবে পালিত হচ্ছে। এই দিনটি তাই শ্রমজীবি মেহনতী মানুষের ঐক্য,সংগ্রাম ও বিজয়ের প্রতীক।

এ বছর করোনা ভাইরাসে আক্রান্ত বিশ্বের শ্রমজীবি মানুষ সংকটের মধ্যেও জীবন বাজী রেখে দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তাদের এই সাহসী কর্মকান্ডের চালিকা শক্তিও মহান মে’ দিবসের চেতনা। মানবজাতির এই নিদারুন সংকট কালে শ্রমজীবি ও পেশাজীবি জনগণের এমন সাহস ও ত্যাগের ফলেই প্রায় স্থবির অর্থনীতির চাকা,এখনও ঘুরছে-মানুষ সেবা ও চিকিৎসা নিতে।

আমি জাতীয় ও আন্তর্জাতিক সেবা, শিল্প ও ব্যবসা খাতের সকল মানুষকে এই মহান দিনে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং তাদের কল্যাণ ও সুরক্ষায় এগিয়ে আসার জন্য সরকার, মালিক এবং সমাজের সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানাচ্ছি।
মহান মে দিবস অমর হোক।

Share this post

scroll to top
error: Content is protected !!