ফেসবুকে শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে জামালপুরে শিক্ষার্থী গ্রেপ্তার।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে আরিফ নামের এক মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করেছে জামালপুর থানা পুলিশ। 

পুলিশ জানায়, জামালপুর শহরের বেলটিয়া মাদরাসার ছাত্র আরিফ (১৯) তার ফেসবুক আইডি থেকে সারাদেশে ভয়াবহধর্ষণের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী শেখা হাসিনাকে নিয়ে মানহানিকর স্ট্যাটাস দেয়। এ নিয়ে সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান জামালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন । পরে আরিফকে গ্রেপ্তার করা হয়। 

জামালপুর থানার ওসি সালেমুজ্জামান জানান, বৃহস্পতিবার  আরিফকে আদালতে হাজির করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

Share this post

scroll to top