DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে আমেরিকা ও ইসরায়েলের বিপক্ষে ভোট দিল কানাডা

 

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও সমর-সহায়তা-সম্পর্ক অ্যাতই গায়ে গা জড়ানো যে আমেরিকার বিপক্ষে কিছু করা কানাডার জন্য মারাত্মক ঝুঁকির কাজ। ফিলিস্তিন বিষয়ে আগের ১৪টি জাতিসংঘ রেজল্যুশনে কানাডা ফিলিস্তিনের প্রতি সহমর্মি হয়ে শান্তিপূর্ণ সহাবস্থান ও ফিলিস্তিনিদের অধিকার ও মর্যাদার জন্য ভোট দিয়ে এসেছিল।

গতকাল কানাডা জাতিসঙ্গে সরাসরি আমেরিকা ও ইসরায়েলের বিপক্ষে ভোট দিয়েছে। ভোটের ভাষ্য–ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার [স্বাধীকার] চায় কানাডা।

কানাডা যে সততা, নৈতিকতা, মানবিকতা ও ন্যয্যতার বিষয়ে একমাত্র নির্ভরযোগ্য দেশ সেটি আবারো প্রমানিত হল।

শিরদাঁড়া উঁচু থাকুক প্রিয় কানাডার। ধন্যবাদ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার লিবারেল সরকারকে।

Share this post

scroll to top
error: Content is protected !!