DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

১/১১র চক্রান্তকারীদের সঙ্গে আপস করেই ক্ষমতায় হাসিনা সরকার:মির্জা ফখরুল

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  ১/১১র কুচক্রি চক্রান্তকারীদের সঙ্গে আপস করে অবৈধ সরকার ক্ষমতায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘এই সরকার অত্যন্ত সচেতনভাবে যারা ১/১১ এ চক্রান্ত করেছে তাদের সঙ্গে আপস করে ক্ষমতায় আছে। তাদের সঙ্গে জনগণ নেই, বন্দুকের নলের জোরে তারা ক্ষমতায় আছে।’

শনিবার (৫ এপ্রিল) সকালে  রাজধানীর পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের মৈত্রী মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টির ত্রি-বার্ষিক ৪র্থ জাতীয় কাউন্সিলে প্রধান অতথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের রাজনীতিকে কবর দেয়া হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘দেশে এখন আর কোন রাজনীতি নেই। সমস্ত কিছুকে ধ্বংস করে দেয়া হয়েছে। একটি অবৈধ সরকারের প্রধানমন্ত্রী সবসময় অবলীলায় মিথ্যা বলেন। গতকাল ও তিনি বলছেন বিএনপির বিরুদ্ধে কোন মামলাই মিথ্যা নয়।এগুলো কি কেউ বিশ্বাস করে? আজকে সারা দেশের মানুষ জানে মামলাগুলো সত্য না মিথ্যা।’

 

তিনি বলেন, ‘নির্বাচনের আগে যখন আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, তখন তিনি বলেছিলেন আপনাদের বিরুদ্ধে যে সমস্ত মামলা দেয়া হয়েছে সেগুলোর তালিকা দেন।আমরা দেয়ার পরে কি দেখলাম? সেই মামলার তালিকা ধরে ধরে আমাদের নেতাকর্মীদেরকে আরও বেশি গ্রেফতার করা হলো,গায়েবি মামলার পরিমানও আরও বেড়ে গেলো। এই হলো অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর আশ্বাস।’

কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে দলটির মহাসচিব বলেন, ‘বেগম জিয়া অত্যন্ত অসুস্থ তাকে সুচিকাৎসা দেয়া হচ্ছে না। তিনি হাঁটতে পারেন না, ঠিক মতো খেতে পারছেন না। তারপরও সরকার তাকে বিশেষায়িত হাসপাতালে নেয়নি।আজকে তারা শুধু ক্ষমতা ধরে রাখার জন্য সংবিধান ও মানবাধিকার লঙ্ঘন করছে।’

 

নির্বাচনে বিএনপি পরাজিত হয়নি মন্তব্য করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনে কে বলেছে আমাদের পরাজয় হয়েছে? পরাজিত হয়েছে তো আওয়ামী লীগের। তারা এখন জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আমরা এখন জনগণকে সঙ্গে নিয়ে অপ্রতিরোধ্য আন্দোলন গড়ে তুলে আমাদের বুকের ওপর যে জবরদল পাথর, দানব বসে আছে তাদেরকে সরিয়ে দেব।’

২০ দল এবং জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে কোন ফাঁটল নেই দাবি করে তিনি আরও বলেন,‘আমাদের মধ্যে কোন সমস্যা নেই। আমাদের ঐক্য সুদৃঢ় আছে।’

প্রধান আলোচকের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘যে গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম সেই গণতন্ত্র আজ আর নেই। গণতন্ত্রের বাহন হল নির্বাচন। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। গণতান্ত্রিক সমাজে জনগণ তাদের প্রতিনিধিদের নির্বাচিত করেন। তারা সরকার চালায়। কিন্তু আমরা সবাই জানি গত ৩০ তারিখের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২৯ তারিখ দিবাগত রাতে। এই নির্বাচনে জনগণ ভোট দেয় নাই। ভোট দিয়েছে কিছু সরকারি কর্মচারি আর আওয়ামী লীগের কর্মীরা। আর তাদের পাহারা দিয়েছে পুলিশ, বিজিবি এবং র‌্যাব।’ 

 

তিনি বলেন, ‘নির্বাচনে জনগণ ভোট দেয় নাই। ফলে আজকে যারা নির্বাচিত হয়েছেন তারা জনগণের ভোটে নির্বাচিত নন। আর যারা জনগণের ভোটে নির্বাচিত না হয়ে ক্ষমতায় থাকেন, তাদেরকে বৈধ সরকার বলার কোন যুক্তিগত কারণ নেই। এই যখন অবস্থা, তখন আমাদের ওপর নতুন আরও সমস্যা সৃষ্টি হবে।’

নজরুল বলেন, ‘এরশাদের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর যিনি আপসহীন লড়াই করেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সেই নেত্রী ‘গণতন্ত্রের মা’ বাংলাদেশের কোটি কোটি মানুষের ‘মা’ বেগম খালেদা জিয়া আজ চরম অসুস্থ। এত অসুস্থ হওয়ার কথা ছিল না তার। তাকে একটি পরিত্যক্ত কারাগারে স্যাঁতসেঁতে পরিবেশে রাখার কারণেই এবং উপযুক্ত চিকিৎসা না দেয়ার কারণে আজকে তিনি মৃত্যুর প্রহর গুনছেন।’

তিনি বলেন, ‘যখন অন্যায়ভাবে ‘আমার মাকে’ বিনাচিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়। তখন এর বিরুদ্ধে প্রতিবাদ করা গর্জে ওঠা ছাড়া আর কোন বিকল্প আমি দেখি না।’

কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব এম এম আমিনুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

Share this post

scroll to top
error: Content is protected !!