DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহনের চেষ্টা করায় বিএনপির ৪ নেতা বহিষ্কার।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করায় চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

বৃহস্পতিবার দলটির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্য বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, মাগুরা জেলা বিএনপির সদস্য ও মোহাম্মদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান বাচ্চু, সিরাজগঞ্জ জেলাধীন চৌহালী উপজেলা বিএনপির সদস্য মাহফুজা খাতুন এবং দলের প্রাথমিক সদস্য মেজর (অব.) আবদুল্লাহ আল মামুনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে ২৬ ফেব্রুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৯ জন তৃণমূল নেতাকে বহিষ্কার করেছিল দলটি।

তারা হলেন-পঞ্চগড় জেলাধীন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, পিরোজপুর জেলাধীন কাউখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাফি চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা ইয়াসমিন পপি, সুনামগঞ্জ জেলাধীন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুল হক, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কামাল পারভেজ (সাজন), সুনামগঞ্জ জেলা মহিলা দলের আহ্বায়ক মদিনা আক্তার, বিসম্বরপুর উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার এবং বিসম্বরপুর উপজেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ দুলাল।

Share this post

scroll to top
error: Content is protected !!