DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

খালেদার জিয়ার মনোনয়ন বাতিলই লেভেল প্লেয়িং ফিল্ডের প্রমাণ দেয়: আওয়ামী লীগ

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  আওয়ামী লীগ নেতা লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান বলেছেন, ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের বিষয়টি প্রমাণ করে যে, আসন্ন নির্বাচনকালীন সময়ে দেশে লেভেল প্লেয়িং ফিল্ড বিরাজমান।

আজ (২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে এক বৈঠকের পর আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এই সদস্য সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, সবার জন্য সমান সুযোগ আছে। আইন সবার জন্য সমান।’

ফারুক খান বলেন, ‘কেউ যদি কোনো রাজনৈতিক দলের প্রধান হয়েও থাকেন, আইন অন্যদের তুলনায় তার জন্য আলাদা হতে পারে না।’

এর আগে,অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে ক্ষমতাসীন আওয়ামী লীগের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে এইচ টি ইমাম বলেন, ‘রিটার্নিং অফিসাররা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করেছেন।’

তিনি আরও বলেন, ‘কোনো রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে বিষয়টি জড়িত নয়, এটি দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে সম্পর্কিত। এক্ষেত্রে আইনের কোনো বিচ্যুতি হয়নি।’

এ সময় এইচ টি ইমাম অভিযোগ করে বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সৈয়দপুর বিমানবন্দরে সমাবেশ করেছেন। এটি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।’

Share this post

scroll to top
error: Content is protected !!