বিতর্কিত ইভিএমের দায়িত্ব সেনাবাহিনীকে দেয়ার মতলব হাসিনা সরকারের।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিতর্কিত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পরিচালনার দায়িত্বে সেনাবাহিনী রাখার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

শনিবার রাজধানীর ইসি ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।
ইসি সচিব বলেন, যেসব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে সেসব যন্ত্র পরিচালনার জন্য সেনাবাহিনী রাখা হবে। কারণ এটি একটি টেকনিক্যাল বিষয়। টেকনিক্যাল বিষয় এবং আস্থার বিষয়গুলো বিবেচনায় রেখেই পরিকল্পনা করা হয়েছে।


তিনি বলেন, আগামীকাল রোববারের মধ্যে রাজনৈতিক দলগুলো জোটগত ঘোষণা না দিলে নিজ নিজ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। কমিশনের কাছে এখনো সময় চাওয়া হয়নি। সময় চাইলে কমিশন এই বিষয়ে সিদ্ধান্ত নিবে। 

Share this post

scroll to top