হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে পানিতে গাড়ি

রাজধানীর হাতিরঝিলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে একটি গাড়ি খাদের পানিতে পড়ে গেছে। শনিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।

বাড্ডা থানার ওসি (অপারেশন্স) ইয়াসিন গাজি জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে মোবাইল টিম পাঠিয়েছি।

শনিবার বেলা পৌনে ১১টার দিকে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা এরশাদ জানান, আমরা ঘণ্টাখানেক আগে খবর পেয়েছি। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনকে জানানো হয়েছে।

ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও গাড়ি তোলার যন্ত্র পাঠানো হয়েছে বলে জানান তিনি।

তবে এ ঘটনায় হতাহত হয়েছে কিনা তা জানাতে পারেনি পুলিশ।

Share this post

scroll to top