DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

আন্দোলনে যোগ দেওয়ায় রেসিডেন্সিয়াল মডেল কলেজের ৪৭ জন ছাত্র বহিষ্কার।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবীতে চলমান ছাত্র আন্দোলনে যোগ দেয়ায় ঢাকার প্রখ্যাত রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ৪৭ জন ছাত্রকে কলেজ থেকে বহিস্কারের অভিযোগ পাওয়া গেছে।গতকাল গভীর রাতে তাদের অভিভাবকদের ডেকে তাদের হাতে তুলে দেওয়ার খবর পাওয়া গেছে।

রাতে সেই সব ছাত্ররা কেউ আত্মীয় স্বজনের বাসায় থাকছেন কেউবা হোটেলে রুম ভাড়া করে থাকছেন। এ ব্যাপারে একাধিক ছাত্র তাদের ক্ষোভ জানিয়ে ফেসবুকে স্টাটাস দিয়েছেন।

তারা জানান আগামীকাল আসাদগেট সংলগ্ন রাস্তা তারা অবরোধ করবে। একজন ছাত্রকেও টিসি দিলে কলেজের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। রেসিডিন্সিয়াল মডেল কলেজের একাধিক প্রাক্তন ছাত্র জানায় তারাও আগামীকাল এই অন্যায়ের প্রতিবাদে বর্তমান ছাত্রদের সাথে রাজপথে নামবে।

 

একজন ছাত্রের ফেসবুকে দেওয়া স্ট্যাটাস নীচে দেওয়া হলঃ

 

সুন্দর ভাবে আন্দোলন সফল হলেও
DRMC এর ৪৭ জনকে কেনো রাতের বেলা টিসি দেওয়া হলো
,রাতের বেলা তাদের নিরাপত্তা কে দেবে আগামি কাল আসাদ গেট এ আসছি আমরা বিচার চাইতে এসেছিলাম ছাত্রত্বে বালিত করতে আসিনি,,
দাবি আদায় করতে এসেছি দমে যেতে আসিনি
টিসি দিবে দাও সবাইকে দিতে হবে ১০০০ জন ছিলো সকলকে
আমরা যদি সত্যিকার এর মানুষ হই মন্ত্রি নাতাদের কাজ আমরাই করতে পারবো
আমরাই বাংলাদেশ।

 

Share this post

scroll to top
error: Content is protected !!