DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

যেভাবে চালু করবেন জিমেইলের স্মার্ট কম্পোজ

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ প্রথমে জিমেইলের স্মার্ট কম্পোজ সম্পর্কে জেনে নেওয়া যাক। স্মার্ট কম্পোজ জিমেইল ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার। মেইল কম্পোজের ক্ষেত্রে বানান ভুল কিংবা বাক্য ভুল খুবই বিড়ম্বনায় ফেলে। অফিসিয়াল মেইলের ক্ষেত্রে বিড়ম্বনা বেড়ে যায় আরও বেশি। 

ব্যবহারকারীদের এ অসুবিধা দূর করতে জিমেইল নিয়ে এসছে নতুন স্মার্ট কম্পোজ ফিচার। স্মার্ট কম্পোজে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ও মেশিন লার্নিং সিস্টেম মেইল লিখতে সহযোগিতা করবে। এর ফলে বানান বা বাক্য ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। 

এবার উদাহরণ দেওয়া যাক, মেইল কম্পোজে একটি ওয়ার্ড টাইপ করার পর ‘স্মার্ট কম্পোজ’ বাক্য সাজেস্ট করবে। বাক্যটি নির্বাচন করতে ব্যবহারকারীকে ট্যাব প্রেস করতে হবে। স্মার্ট কম্পোজে বানান ভুল হওয়ার সম্ভাবনাও থাকবে না। তবে শুধু ইংরেজি ভাষার ক্ষেত্রে স্মার্ট কম্পোজ বাক্য গঠন ও বানানের নির্দেশনা দেবে।

তাহলে, জিমেইলের স্মার্ট কম্পোজ সুবিধা চালু করতে কি করতে হবে? খুব সহজেই আপনিও জিমেইলের নতুন এ ফিচারটি উপভোগ করতে পারবেন। এর জন্য প্রথমে জিমেইলের নতুন ভার্সনটি আপডেট করতে হবে। জিমেইলের পুরনো ভার্সনে এ সুবিধা ব্যবহার করা যাবে না। জিমেইলের নতুন ভার্সন আপডেট করার পর জিমেইলের ‘সেটিংস’ অপশনে যেতে হবে। ‘সেটিংসে’ গিয়ে ‘জেনারেল সেকশনে’ যেতে হবে। ‘জেনারেল সেকশনে’ যাওয়ার পর ‘এক্সপেরিমেন্টাল অ্যাকসেসে’ ক্লিক করতে হবে। ‘এক্সপেরিমেন্টাল অ্যাকসেসে’ গিয়ে এটা ‘এনোবল’ করতে হবে। ‘এনোবল’ করার পর সবশেষে গিয়ে ‘সেভ চেঞ্জেস’ প্রেস করলেই চালু হয়ে যাবে স্মার্ট কম্পোজ ফিচার।

Share this post

scroll to top
error: Content is protected !!