DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা হলো না স্বজনদের।


ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  মিথ্যা মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জ্বরে ভুগছেন, তাঁর শরীরে ব্যথাও রয়েছে। আর এ কারণেই স্বজনরা কারাগারে গেলেও তিনি দেখা করতে পারেননি। বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ায় তিনি সিঁড়ি দিয়ে নিচে নামতে পারেননি। অন্যদিকে স্বজনরাও উপরে বেগম খালেদা জিয়ার কক্ষে যাওয়ার অনুমতি পাননি।

শনিবার, জুলাই ১৪,  বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা জানান বেগম খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম।

এর আগে বিকেল ৪টা ২১ মিনিটে কারাগারে প্রবেশ করেন সেলিমা ইসলাম সহ পরিবারের পাঁচ সদস্য। এরা হলেন  —   সেলিমা ইসলামের স্বামী রফিকুল ইসলাম, তারেক রহমানের স্ত্রীর বড় বোন শাহিনা খান জামান, বেগম খালেদা জিয়ার ভাগ্নে ডা. মামুন ও ভাগ্নী সাফিয়া ইসলাম।

বিকেল ৫টা ১০ মিনিট পর্যন্ত তারা কারাগারের ভেতরে অবস্থান করেন।

সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেন, আগে উপরে গিয়ে তাঁর রুমের পাশে করিডোরে দেখা করতাম। কিন্তু আজকে তিনি অসুস্থ জেনে এসেছি, পারমিশনও আমাদের দিয়েছে। কিন্তু উনি নামতে পারছেন না। আমাদেরও উপরে যেতে দিল না। আমাদের সাথে সাক্ষাৎ হয় নাই। ওনার স্বাস্থ্যের জন্য আমরা উদ্বিগ্ন।  

বেগম খালেদা জিয়াকে দেখতে পেরেছেন কি না জানতে চাইলে তার বোন বলেন, ও নামতে পারছে না, আমাদেরও উপরে যেতে দেয় নাই। আগে কিন্তু উপরে যেতে দিয়েছে আমাদের। আমরা এর আগে অনেকবার উপরে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছি। যেহেতু সে হাঁটতে পারে না, তার পায়ে ব্যথা। আজকে সে অসুস্থ ছিল, জ্বর ছিল, তিন-চারদিন বেশ জ্বর ছিল। এখন বলছে বুকে ব্যথা। সে তো হাঁটতে পারছে না। সে নামবে কী করে? আমাদের উপরে যেতে দিল না। এই পর্যায়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সেলিমা ইসলাম। পরে সেখান থেকে চলে যান তিনি সহ অন্য স্বজনরা।

এর আগে গত ৩০ জুন পরিবারের পাঁচ সদস্য বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

Share this post

scroll to top
error: Content is protected !!