DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

খালেদা জিয়া মুক্তি পেলে বিচারের বাণী নিরবে নিভৃতে কাঁদবেঃমাহবুবে আলম।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার দুইটি হয়রানীমূলক মিথ্যা মামলার বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘নাশকতার এমন নৃশংস ঘটনার মামলায়ও যদি খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয় তবে বুঝতে হবে, বিচারের বাণী সত্যিই নিরবে নিভৃতে কাঁদে।’

 

আজ রোববার খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে কুমিল্লার দুই মামলার মধ্যে হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের ওপর শুনানি শেষে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

কুমিল্লার নাশকতায় সরকারি বাহিনী জড়িত-বিএনপির এমন অভিযোগের বিষয়ে মাহবুবে আলম বলেন, ‘এ নাশকতা খালেদা জিয়ার উসকানিতে হয়েছে। আর খালেদা জিয়ার এমন বক্তব্যের অডিও আমাদের কাছে আছে। এটি চার্জশিটে উল্লেখ করা হয়েছে। আর ওই অডিও আমরা আদালতের কাছে দিতে পারবো।’

 

মাহবুবে আলম  বলেন, ‘অডিওতে খালেদা জিয়া বলেছেন নেতাকর্মীদের মাঠে নামাও। আর তাদের মাঠে নামার ফলশ্রুতিতে দেখা যায় বাসে আগুন ও হত্যা। তাই খালেদা জিয়া তার দায় কোনোমতেই এড়াতে পারবেন না।’

 

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘এটা শুধু হরতাল ছিল না,অবরোধও ছিল। গাড়িতে হামলা করা হয়েছিল অবরোধকে সার্থক করার জন্য। তাই অনেকেই হরতালকে গণতান্ত্রিক অধিকার বলতে পারে। কিন্তু অবরোধ করার অধিকার নেই। মানুষের চলাচলে বাধা সৃষ্টি করা সংবিধান বিরোধী।’

 

এর আগে আজ রোববার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে কুমিল্লার দুই মামলার মধ্যে হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের ওপর শুনানি শেষ হয়। এ বিষয়ে রায়ের জন্য আগামী ২ জুলাই দিন ধার্য করেন আপিল বিভাগ।

 

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। তবে একই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানির জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করা হয়েছে।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।

Share this post

scroll to top
error: Content is protected !!