DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

সরকারের পৃষ্ঠপোষকতা না থাকলে একের পর এক ব্লগার হত্যাকাণ্ড সম্ভব না: ড. ইমরান

imranh

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  মুক্ত চিন্তক ব্লগারদের ওপর আজকের হামলার বিষয়ে কথা বলতে গিয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকার বলেছেন, সরকারের ভিতর থেকে পৃষ্ঠপোষকতা না থাকলে এভাবে একের পর এক হত্যাকাণ্ড সম্ভব না। এসব হত্যাকাণ্ডের পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্লিপ্ত থাকাটাও অত্যন্ত সন্দেহজনক  বলে মনে করেন তিনি।

শনিবার দুপুরে শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্ত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুলসহ দুর্বৃত্তদের হামলায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে এসব কথা বলেন ইমরান। এই সময় অপর হামলায় নিহত ব্লগার দীপন হত্যায়ও ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন ইমরান।

আহমেদুর রশীদ টুটুল হলেন জঙ্গিদের হামলায় নিহত মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক।

গত ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে খুন হন অভিজিৎ। ইমরান আরো বলেন, তারা (আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) প্রকৃত অপরাধীদের না ধরে ব্লগাররা কে কী লিখছে, কে কী বলছে তা নিয়ে ব্যস্ত থাকছে। এতে প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যাচ্ছে এবং একের পর এক হত্যকাণ্ড ঘটিয়ে যাচ্ছে।

ব্লগার হত্যার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলো রাজনীতি শুরু করে বলেও অভিযোগ করেন গণজাগরণ মুখপাত্র। তিনি বলেন, হত্যাকাণ্ডের পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের গ্রেপ্তার করে, হুটহাট করে কেন তাদের ধরে, কেন পরে তাদের ছেড়ে দেয় তা আমার কাছে পরিষ্কার না। এ বছর চারজন ব্লগারকে হত্যা করা হয়েছে। এরপর যাদের গ্রেপ্তার করা হয়েছে কোন পরিস্থিতিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে সেটি আমাদের কাছে পরিষ্কার না।

ইমরান বলেন, ব্লগারদের ওপর হামলা শুধু ব্লগারদের ওপর হামলা নয়, এটা মুক্তচিন্তার উপর হামলা। এইসব হামলার পর আইন-শৃঙ্খলা বাহিনী দুএকজনকে ধরে আন্দোলন দমিয়ে দেয়ার ব্যর্থ চেষ্টা করে বলেও অভিযোগ ইমরানের।

Share this post

scroll to top
error: Content is protected !!