DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বাংলাদেশে আইএস নেইঃআইএস,আনসারুল্লাহ ও শিবির একই সূত্রে গাথাঃস্বরাষ্ট্রমন্ত্রী

hmkক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস, দেশীয় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিম এবং জামায়াতের ছাত্র সংগঠন ইসলামি ছাত্র শিবির একই গোত্রের এবং একই সূত্রে গাঁথা।

এই সময়ে বাংলাদেশে সাংগঠনিকভাবে আইএসের অস্তিত্ব নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

জাতীয় সংসদে রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা আগেও বলেছি, এখনো বলছি, সাংগঠনিকভাবে আইএসের অস্তিত্ব এদেশে নেই। দেশের গোয়েন্দা বাহিনীর সদস্যরা সেটার অস্তিত্ব খুঁজে পাননি।

তবে আইএস জঙ্গি, আনসারুল্লাহ বাংলাটিম এবং ছাত্রশিবির একই গোত্রের এবং এরা সব একই সূত্রে গাঁথা।’

তিনি বলেন, ‘বিভিন্ন সময় হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আইএস বিবৃতি দিলেও প্রকৃতপক্ষে তাদের কর্মকাণ্ড নেই। ধারণা করা হচ্ছে, যারাই হরকাতুল জিহাদ, তারাই হুজি, তারাই জেএমবি, তারাই আনসারুল্লাহ, তারা শিবির। এদের আলাদা করে দেখার দরকার নেই।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘হয়তো আমরা ষড়যন্ত্রের শিকার হচ্ছি। এখানে অন্য কোনো সন্ত্রাসী গ্রুপ কাজ করে থাকতে পারে। তদন্ত করা হচ্ছে, শেষ হলে ষ্পষ্ট করে প্রকাশ করা যাবে, কে কার সঙ্গে জড়িত তাও জানা যাবে।’

সংসদীয় কমিটির সভাপতি টিপু মুনসি জানান, ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডের তদন্ত শেষ পর্যায়ে। পুলিশ কমিটিকে বলেছে খুনিরা চিহ্নিত। খুব শিগগিরই দেশবাসীর কাছে তা প্রকাশ করা হবে।

রংপুরে জাপানের নাগরিক কুনিও হোশি হত্যাকাণ্ডের ব্যাপারে আরো সময় লাগবে বলে জানান তিনি।

Share this post

scroll to top
error: Content is protected !!